ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের সঙ্গে ঢাবির এমওইউ সই

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের সঙ্গে ঢাবির এমওইউ সই

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এবং টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক হিরোতাকা তাতেশি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় করা হবে। উপাচার্য দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য, জাপানিজ ল্যাঙ্গুয়েজ এ্যান্ড কালচার প্রোগ্রামের টিচার ইনচার্জ ড. মোহাম্মদ আনছারুল আলম, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের অধ্যাপক ড. নানোরি কুসাকাবে এবং ঢাকাস্থ জাপানী প্রতিষ্ঠান ‘শাপলা নীড়’-এর তহবিল সংগ্রহ শাখার সমন্বয়কারী আয়াকো ইনোসে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের আগে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের অধ্যাপক ড. নানোরি কুসাকাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের মধ্যে বাংলা ভাষা ও জাপানী ভাষা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। জাপানী অধ্যাপক জানান, ২০১২ সাল থেকে টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে বাংলায় অনার্স কোর্স চালু রয়েছে। চলমান এই বাংলা ভাষা কোর্সের উন্নয়নে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এ বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
×