ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক চারলেনে উন্নীত করার আহ্বান চিটাগাং চেম্বারের

প্রকাশিত: ০৪:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক চারলেনে উন্নীত করার আহ্বান চিটাগাং চেম্বারের

পর্যটনের অপার সম্ভাবনা বিবেচনায় চট্টগ্রাম-রাঙ্গামাটি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক চারলেনে উন্নীত করার আহ্বান জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে মঙ্গলবার প্রেরিত এক পত্রে এ আহ্বান জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম। মন্ত্রীর কাছে প্রেরিত পত্রে চেম্বার সভাপতি বলেন, রাঙ্গামাটি-খাগড়াছড়ি-বান্দরবান অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। পাহাড়, লেক, ঝর্ণা ও প্রাকৃতিক পরিবেশের কারণে হাজার হাজার পর্যটক এসব এলাকায় ভ্রমণ করেন। অনেক বিদেশী পর্যটকও দেখা যায়। কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও পর্যাপ্ত যোগাযোগ সুবিধার অভাবে পর্যটন খাতে কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হয়নি। চট্টগ্রামের সঙ্গে এসব পার্বত্যাঞ্চলের মহাসড়ক সরু ও জীর্ণ হওয়ায় পর্যটকসহ এসব এলাকার বিপুলসংখ্যক জনগণ মারাত্মক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস বাঁ থেকে স্বাতী ভট্টাচার্য, চীফ ক্রিয়েটিভ অফিসার, এফসিবি উল্কা; সারা আলী, ম্যানেজিং ডিরেক্টর, বিটপী এ্যাডভার্টাইজিং লিমিটেড এবং দেবার্পিতা ব্যানার্জ্জী, প্রেসিডেন্ট, এফসিবি উল্কা, উত্তর ও পূর্ব ভারত। বাংলাদেশের অন্যতম বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বিটপী এ্যাডভার্টাইজিং সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ এ্যাডভার্টাইজিং গ্রুপ ফুটÑ কোন এ্যান্ড বেল্ডিং (এফসিবি)-এর সঙ্গে তার এ্যাফিলিয়েশন শুরু করেছে। নতুন এই অভিযাত্রার অংশ হিসেবে সম্প্রতি গুলশান ক্লাবে ‘সেইন্টস অব সিন’ নামে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়
×