ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহবাগের ফুলের আড়তে ব্যস্ততা বেড়েছে

প্রকাশিত: ০৪:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

শাহবাগের ফুলের আড়তে ব্যস্ততা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মধ্যরাতের পর থেকেই সাভারের বিভিন্ন ফুলের বাগান থেকে রাজধানীর শাহবাগ আসতে শুরু করে নানা ধরনের ফুল। পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস উপলক্ষে ফুলের বিক্রি বেড়েছে কয়েকগুণ, সেই সঙ্গে দামও অন্য যে কোন দিনের তুলনায় বেশি। বসন্ত ঋতুর প্রথম দিনটি উদযাপনে ফুলের চাহিদা বাড়ে সবচেয়ে বেশি। তাই বাড়তি চাহিদার যোগান দিতে প্রস্তুত ব্যবসায়ীরা। দিনটিকে ঘিরে গত ক’দিন তো বটেই, মূল বেচাকেনা হয় পহেলা ফাল্গুনের প্রথম প্রহরে। তাই শাহবাগের ফুলের বাজার ঘুরে দেখা যায় ব্যবসায়ীদের ব্যস্ততা। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলী কি নেই এখানে। নানা ধরনের নানা জাতের ফুল। বেশিরভাগ ক্রেতাই যেহেতু এখানে পাইকারি ফুল কিনতে আসেন তাই দরদামও চলে বেশ হাকিয়ে। প্রতিবছর বসন্ত, ভ্যালেন্টাইন্স ডে, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পাইকারি ও খুচরা বাজারের ফুল বিক্রি হয় অন্যদিনের তুলনায় কিছুটা বেশি দামে। এবার প্রতি এক শ’ গোলাপ পাইকারি বিক্রি হচ্ছে ১৬শ’ টাকা। আর খুচরা প্রতিটি গোলাপের দাম ২০ থেকে ৩০ টাকা। শাহবাগের ফুলের আড়ত থেকেই পাইকারি বিক্রেতাদের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতাদের হাতে পৌঁছে যাবে ফুল।
×