ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাইভেট মেডিক্যাল কলেজ নীতিমালায় সংশোধন দাবি

প্রকাশিত: ০৪:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

প্রাইভেট মেডিক্যাল কলেজ নীতিমালায় সংশোধন দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) স্বাস্থ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর মতিঝিলস্থ ফেডারেশন ভবনে কমিটির চেয়ারম্যান ডাঃ এবিএম হারুনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশের ৬৭ শতাংশ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করছে বেরসকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলো অথচ নানা রকম সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে এ খাতের পথচলা। তারা বলেন, প্রাইভেট মেডিক্যাল কলেজ নীতিমালায় বেশকিছু গরমিল রয়েছে, তাই এ নীতিমালায় সংশোধন জরুরী। ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং এফবিসিসিআই স্বাস্থ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইনচার্জ প্রীতি চক্রবর্তীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ডেল্টা মেডিক্যাল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডাঃ সৈয়দ মুকাররম আলী, এনাম মেডিক্যাল কলেজের পরিচালক রওশন আক্তার চৌধুরী, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ এএনএম নওশাদ খান।
×