ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকে কর্মী নিয়োগের বাধা কাটল

প্রকাশিত: ০৪:২০, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

সোনালী ব্যাংকে কর্মী নিয়োগের বাধা কাটল

স্টাফ রিপোর্টার ॥ দুই বছর আগে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী (২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি) সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদের দেয়া বিজ্ঞপ্তি অনুসারে ২২০১টি পদে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা তুলে নিয়েছেন আপীল বিভাগ। ফলে ওই বিজ্ঞপ্তি অনুসারে ২২০১টি পদের নিয়োগ প্রক্রিয়ায় বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীগণ। এ বিষয়ে পাঁচটি লিভ টু আপীল খারিজ করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপীল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু, এ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও এ্যাডভোকেট রফিকুর রহমান। আদেশের পর ব্যারিষ্টার মেহেদী হাসান চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, “হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের পাঁচটি লিভ টু আপীল খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। আর পরীক্ষাসহ নিয়োগ প্রক্রিয়ার ওপর থেকে স্থিতাবস্থা তুলে নেয়া হয়েছে।”
×