ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

খুনের দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন। রায়ে একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝিনাইদহ সদরের সনাতনপুর মধ্যপাড়া এলাকার আঃ বারেজ বিশ্বাসের ছেলে মান্নান হোসাইন ও সিরাজগঞ্জের একডালা গ্রামের মোজাহার আলী মাস্টারের মেয়ে নাজমা বেগম। উল্লেখ্য, সিরাজগঞ্জের একডালা গ্রামের আব্দুল হান্নান একই এলাকার নাজমা বেগমকে বিয়ে করেন। হান্নান চাকরির সুবাদে টঙ্গীর সাতাইশ এলাকার মোসলেম উদ্দিন বেপারীর দোতলা বাসায় ভাড়া থাকতেন। দ-প্রাপ্ত আসামি মান্নান হোসাইন একই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকত। একই বাসায় বসবাস করার সুবাদে হান্নানের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে সাবলেট ভাড়াটিয়া মান্নানের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি হান্নান টেরপেয়ে মান্নান হোসাইনকে বাসা ছেড়ে দিতে বলে এবং তার স্ত্রীকে সংশোধন হওয়ার জন্য বলে। এতে ক্ষিপ্ত হয়ে মান্নান বাসা না ছেড়ে উল্টো হান্নানকে খুন করার হুমকি প্রদান করে। এক পর্যায়ে ২০১২ সালের ২৫ জানুয়ারি নাজমা বেগম বাপের বাড়ি যাওয়ার কথা বলে ভাড়া বাসা থেকে চলে যায়। পরে হান্নান ওই বছরের ২৭ জানুয়ারি রাতে তার ভাড়া বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। ওই রাতেও সাবলেট ভাড়াটিয়া মান্নান হোসাইন ওই বাসায় ছিল। পর দিন সকালে দুই হাত বাঁধা, নাকেমুখে রক্তাক্ত অবস্থায় ঘরের বিছানার ওপর হান্নানের লাশ পাওয়া যায়। ম্যাজিস্ট্রেটসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৩ ফেব্রুয়ারি ॥ রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর এলাকায় জেএমবি সদস্যদের হাতে নিহত মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মঙ্গলবার সকালে এক ম্যাজিস্ট্রেটসহ ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছে রংপুর ¯েপশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। রংপুর জজ আদালতের বিশেষ পিপি এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তায় অভিযুক্ত জেএমবি সদস্য এছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, তৌফিকুল ইসলাম, সাদাত ওরফে রতন, সরোয়ার হোসেন ওরফে সাবু ও জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিবসহ ১৩ জনকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়। এরপর আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এরা হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম, সহকারী পুলিশ সুপার এবিএম জাহিদুল ইসলাম, এসআই দিনেশ চন্দ্র বর্মণ, ফজলুল হক ও এএসআই আব্দুর রাজ্জাক। এনিয়ে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ নবেম্বর রাত সাড়ে ১১টায় কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে নিজের ওষুধের দোকান থেকে বাড়ি ফেরার পথে জেএমবি জঙ্গীরা গলাকেটে হত্যা করে রহমত আলীকে। মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকী পালন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ ফেব্রুয়ারি ॥ বঙ্গবন্ধুর সহযোগী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য পাবনা-৩ আসনের প্রথম জাতীয় সংসদের সদস্য মরহুম অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর ৩৪তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে ‘সমাজী ফাউন্ডেশন’র উদ্যোগে চাটমোহর সমাজ শাহী মসজিদ প্রাঙ্গণে এবং ‘শিল্পী সমাজী শিশু সদন’, হান্ডিয়ালে কোরানখানি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে চাটমোহরে ‘সমাজী চিত্রাঙ্গন’-এ শিশুদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোজাম্মেল হক স্মরণে আগামী ২৩ ফেব্রুয়ারি একুশের গ্রন্থ মেলায় উন্মোচন করা হবে স্মারক গ্রন্থ ‘মেঘে ঢাকা তারা’ ও ২৭ ফেব্রুয়ারি তার নিজ গ্রাম সমাজে অনুষ্ঠিত হবে স্মরণসভা ও দোয়া মাহফিল। ৪ ভুয়া পুলিশ আটক স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ ছিনতাইয়ের পরিকল্পনাকালে ৪ ভুয়া গোয়েন্দাকে (ডিবি পুলিশ) আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মনোহরদী উপজেলার চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে ১টি প্রাইভেটকার, ডিবি পুলিশের পোশাক, ২টি খেলনা পিস্তল ও ১টি ওয়াকিটকিসহ ৪ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়। আটককৃতরা হলো: কুড়িগ্রামের শফিকুল ইসলাম, বরিশালের দেলোয়ার হোসেন, ফেনীর ইব্রাহিম ও কুমিল্লার মুমিন। থানার ওসি ফখরুদ্দিন ভূইয়া জানান, ইতোপূর্বে অগ্রণী ব্যাংক মনোহরদী বাজার শাখা থেকে গ্রাহকরা টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ১৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বাকলিয়া থানার আফগান মসজিদ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর বারটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, গ্রেফতার দুজন হলো জাহিদ হোসেন এবং হাফিজুর রহমান। এদের বাড়ি কক্সবাজারের রামু এবং উখিয়া উপজেলায়। আফগান মসজিদ এলাকায় দেলোয়ার হাজীর ভবনের দোতলায় তারা ভাড়ায় বসবাস করত। ওই বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা বাঁশখালী, ১৩ ফেব্রুয়ারি ॥ বাঁশখালী ইকোপার্কের সংরক্ষিত বনাঞ্চলের কাঁচার ঝিরি পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ ও ইকোপার্কের কর্মকর্তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ দিকে হাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি কেউ। তবে পুলিশের সুরত হাল রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিটি পার্শ্ববর্তী উপজেলা লোহাগাড়া বা সাতকানিয়া এলাকার বাসিন্দা হতে পারে। এ ব্যাপারে বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পার্ক অফিস হতে ৪ কিলোমিটার পূর্বে ইকোপার্কের সংরক্ষিত এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে কাঠুরিয়ারা। সেখান থেকে তাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। বিএনপি নেতার পদত্যাগ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ ফেব্রুয়ারি ॥ ‘কারো দ্বারা প্ররোচিত না হয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ’ করেছেন সালথা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর এক নেতা। মঙ্গলবার তিনি লিখিতভাবে এ সিদ্ধান্ত জানান। পদত্যাগকারী ওই নেতার নাম আজিজুল হক। তিনি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। আজিজুল ওই ইউনিয়নের ফুকরা গ্রামের মৃত ছালাম মাতুব্বারের ছেলে। ছালাম মাতুব্বর ও ইউনিয়নের বিএনপির সভাপতি ছিলেন। আজিজুল হক তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, আমার বাবা দীর্ঘদিন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি মারা যাওয়ার পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই ইউনিয়নের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করে। গত পাঁচ বছর ধরে আমি নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করে এসেছি। বর্তমানে আমি আমার ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় এবং সুস্থ শরীরে, কারও দ্বারা প্ররোচিত না হয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। ১৫ ঘণ্টা পর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর ১নং সেন্ট্রাল ফেরিঘাট এলাকায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর শীতলক্ষ্যা নদী থেকে রিয়াজ উদ্দিন রিপন (৪০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। নিহত রিয়াজ উদ্দিন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি শহরের নবাব সিরাজদৌলা রোডের ফ্রেন্ডস মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। জানা গেছে, সোমবার রাত দশটার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার উদ্দেশে নিয়াজ ফেরিঘাট থেকে ট্রলারে উঠেন। এসময় যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে তিনি ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। সোমবার দুপুরে নৌ-পুলিশের সহায়তায় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। ঠাকুরগাঁওয়ে বইমেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ ফেব্রুয়ারি ॥ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার নয় দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। “বইয়ের জানালায় অজানা আকাশ ছোয়া যায়” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মঙ্গলবার বিকেলে রঙিন বেলুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, সংসদ সদস্য অধ্যাপক ইয়াছিন আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার ফারহাত আহমেদ ও জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী। এসময় প্রধান অতিথি একজন বীরাঙ্গনার হাতে নতুন বাড়ির চাবি, ভূমিহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’র ১৯ টি পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর, ২৫টি ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর এবং স্থানীয় ছয়জন লেখকের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন।
×