ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পরিত্যক্ত পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৪:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামে পরিত্যক্ত পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর দেওয়ানহাট এলাকায় একটি পরিত্যক্ত গার্মেন্টস কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ক্রিসল্যান্ড গার্মেন্টস নামের এ কারখানাটির উৎপাদন প্রায় তিন মাস ধরে বন্ধ ছিল। বেলা আড়াইটার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে দমকল বাহিনীর তিনটি গাড়ি অকুস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙ্গাবালী স্টাফ রিপোর্টার, গলাচিপা থেকে জানান, অগ্নিকা-ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বাহেরচর বাজারের ৮টি মার্কেটের ৩৪ দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই অগ্নিকা-ে সর্বস্বহারা হয়েছেন। পিরোজপুর নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর থেকে জানান, নেছারাবাদে উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামে এক অগ্নিকা-ে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৮০) নামে এক বাক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় ২টি বসত ঘর ভস্মীভূত হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে ধারণা করেছে উপজেলা ফায়ার সার্ভিস। মাগুরা নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, মাগুরা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত চারটি দোকন সোমবার রাত ১টার দিকে ভস্মীভূত হয়েছে । ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা । জানা গেছে, শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত ফার্নিচার, কারখানা, মাইকের দোকানসহ ৪টি দোকানে আগুন লাগে।
×