ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে বিধবার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

জামালপুরে বিধবার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৩ ফেব্রুয়ারি ॥ ইসলামপুরর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে আমেনা বেগম নামের একজন বিধবা নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তার বয়স আনুমানিক ৪৭ বছর। পুলিশ ওই ইউনিয়নের চিনারচর মধ্যপাড়া গ্রামে ওই নারীর ঘর থেকে মঙ্গলবার সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। জানা গেছে, চিনারচর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী আমেনা বেগম সোমবার রাতে নিজ ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের কোন এক সময় ঘরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে। গাজীপুরে চালক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে এক অটোরিক্সা চালককে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মঙ্গলবার জঙ্গল থেকে ওই অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে। নিহতের নাম মোঃ আমিনুল ইসলাম (২৫)। সে ময়মনসিংহের তারাকান্দা থানার মাসকান্দা এলাকার করম আলীর ছেলে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয়রা তেলীহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ দোখলা-শিমুলতলী সড়কের পাশের জঙ্গলে মঙ্গলবার একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করলে খবর পেয়ে নিহতের ছোট ভাই রাসেল লাশটি শনাক্ত করেন। নিহতের ছোট ভাই রাসেল জানান, সোমবার রাত ৯টার দিকে অটো নিয়ে বাসার কাছে ফিরে আসে আমিনুল। এ সময় দুইজন অজ্ঞাত যাত্রী রিক্সাটি জৈনা বাজার যাওয়ার উদ্দেশে ভাড়া নেয়। পরে ওই দু’যাত্রী নিয়ে আমিনুল ভাড়ায় চলে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। শেরপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা, শেরপুর, থেকে জানান, ধানক্ষেত থেকে হাশেম আলী (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ডুবারচর এলাকার পার্শ্ববর্তী নিজ ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় মৃত সিরাজ আলীর ছেলে। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে হাশেম আলীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। জানা যায়, সোমবার বিকেলে হাশেম আলী নিজ ধানক্ষেতে পানি সেচ দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে সকাল অবধি বাড়ি না ফিরলে নিহতের স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে নিজ ধানক্ষেতে তার লাশ দেখতে পায়। তার শরীরে পাওয়া যায় কয়েকটি জখম। নওগাঁয় এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের একটি ফাঁকা মাঠ থেকে জুয়েল রানা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল রানা নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের জাহের আলীর পুত্র। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ তৌরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে খলিশাকুড়ী মাঠে স্থানীয় লোকজন জুয়েল রানার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
×