ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

প্রকাশিত: ০৪:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে মঙ্গলবার। নগরীর শহীদ টিটু মিলনায়তন চত্বর ও সংলগ্ন এডওয়ার্ড পার্কের অংশে এই মেলার আয়োজক জেলা প্রশাসন। মেলায় ৬৭টি স্টল রয়েছে। সকালে মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাপরিচালক (প্রশাসন) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, রূপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের ই সেবা সম্পর্কে সাধারণকে অবহিত করার লক্ষ্যে এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। চুরির অপবাদে বর্বরতা ! নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ॥ চুরি করার অপবাদ দিয়ে নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরের চোখ উৎপাটনের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে উপজেলার বিরাব বাজারে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী পিতা লাল মিয়ার দেয়া অভিযোগ থেকে জানা গেছে, বিরাব এলাকার শাহ আলম মিয়ার মোবাইল চুরি হয়ে যাওয়ার ঘটনায় তারৈল মহর আলী শাহানুর বানু উচ্চ বিদ্যালযের নবম শ্রেণীতে পড়ুয়া ছেলে শাহীন মিয়াকে চুরির অপবাদ দেয়। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহ আলম, হোসেন ও আজিজুল মীর তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তার প্রতিবন্ধী ছেলেকে বেধড়ক পেটায়। পরে বাম চোখ উৎপাটনের চেষ্টা করে।
×