ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় বাস ডাকাতি ॥ চালক খুন, আহত ২

প্রকাশিত: ০৪:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

আশুলিয়ায় বাস ডাকাতি ॥ চালক খুন, আহত ২

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ ফেব্রুয়ারি ॥ আশুলিয়ায় যাত্রীবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছুরিকাঘাতে বাসচালক নিহত এবং আহত হয় সুপারভাইজার ও হেলপার। মঙ্গলবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহজাহান মিয়া। তিনি টাঙ্গাইল সদরের চরগানা গ্রামের মৃত বিশা মিয়ার পুত্র। আহতদ্বয় হচ্ছেন, হেলপার বাদশা মিয়া ও সুপারভাইজার শহিদুল খান। তাদের গ্রামের বাড়িও টাঙ্গাইলে। জানা গেছে, সোমবার রাতে ঢাকা থেকে ‘ধলেশ্বরী’ পরিবহনের যাত্রীবাহী বাসটি টাঙ্গাইল যাচ্ছিল। আব্দুল্লাহপুর ও বাইপাইল বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে ১৩ ডাকাত ওই বাসে ওঠে। বাসটি টাঙ্গাইলের মির্জাপুর এলে যাত্রীবেশী ডাকাতরা বাসটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। কিন্তু চালক তাদের চাবি দিতে অস্বীকৃতি জানায়। এ সময় ডাকাতরা চালক, হেলপার ও সুপারভাইজারকে মারধর করে বেঁধে রাখে। একপর্যায়ে তাদের ছুরিকাঘাত করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের বেঁধে ফেলে ও তাদের সর্বস্ব লুটে নেয়। পরে ভোরের দিকে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ তাদের উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক হওয়ায় হেলপারকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়। সুপারভাইজার সেখানে চিকিৎসাধীন রয়েছেন। শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ আটক ৪ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৩ ফেব্রুয়ারি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে শৈলকুপার ব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ৪ জনকে। ওসি আলমগীর হোসেন জানায়, দীর্ঘদিন ধরে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার মোল্লা ও পরাজিত চেয়ারম্যান মিজানুর রহমান বাবলুর সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সন্ধ্যায় গাড়াগঞ্জ বাজারে বাবলুর সমর্থক ধীরেন মৃধাকে মারধর করে সাব্দার মোল্লার সমর্থকরা। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ব্রাহিমপুর গ্রামে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×