ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএফের পিটুনিতে দুই জেলে আহত

প্রকাশিত: ০৪:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

বিএসএফের পিটুনিতে দুই জেলে আহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী সীমান্তে বিএসএফ দুই জেলেকে পিটিয়েছে। গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার সকালে ওই দুই জেলেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো- গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিয়ানাবোনা গ্রামের মিজানুর রহমান ওরফে মিজান ও নিশান আলী। দুজনকেই হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত মিজানের ছোট ভাই ময়েন আলী জানান, সোমবার রাতে মিজান ও নিশান গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। রাত ২টার দিকে বিএসএফ সদস্যরা তাদের নৌকার ওপর থেকে আটক করে। এরপর বালুচরে নিয়ে গিয়ে লাঠি ও রাইফেল দিয়ে তাদের বেদম পেটানো হয়। পরে ভোরের দিকে তাদের ছেড়ে দেয়া হয়। এ সময় মিজান ও নিশান নদীপাড়ে এলে লোকজন তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ১৩ ফেব্রুয়ারি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সাজ্জাদুল হাসানকে সংবর্ধনা দিয়েছে মোহনগঞ্জের সর্বস্তরের জনতা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। স্থানীয় শহীদ আলী উসমান শিশুপার্কে সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। পৌরমেয়র এড. লতিফুর রতনের সভাপতিত্বে ও সাবেক মেয়র শহীদ ইকবালের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রসাশক খালিদ হোসেন, উপজেলা চেয়ারম্যান আ.খ.ম শফিকুল হক, ইউএনও মেহেদী মাহমুদ আকন্দ, আব্দুল হান্নান রতন প্রমুখ বক্তব্য রাখেন।
×