ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মৃত্যুর কারণ সন্ধানে ১৪ মাস পর লাশ উত্তোলন

প্রকাশিত: ০৪:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

মৃত্যুর কারণ সন্ধানে ১৪ মাস পর লাশ উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ ফেব্রুয়ারি ॥ পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য ১৪ মাস পর মঙ্গলবার আদিবাসী সাঁওতাল রমেশ টুডুর মৃতদেহ কবর থেকে তোলা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে সুরতহাল রিপোর্টের পর লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে জমি দখল নিয়ে ২০১৬ সালে আদিবাসী পল্লীতে আদিবাসীদের সঙ্গে মিল শ্রমিক ও পুলিশি হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় আদিবাসীদের ছোড়া তিরবিদ্ধ হয়ে ৯ পুলিশসহ ৩০ জন আহত হয়। অপরদিকে ঘটনাস্থলেই আখক্ষেত থেকে রমেশ টুডুর মৃতদেহ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গল মার্ডি ও শ্যামল হেমব্রম নামে দুই আদিবাসী মারা যায়। হাসপাতালে নিহত দুজনের মৃতদেহ ময়নাতদন্তের পর সৎকার করা হলেও পুলিশি প্রহরায় ময়নাতদন্ত ছাড়াই আদিবাসী রমেশ টুডুর মৃতদেহ আদিবাসী পল্লীর সিংটাজুড়ি গ্রামে সৎকার করা হয়। এ ঘটনায় স্বপন মুর্মু বাদী হয়ে ও পরে গত ২৬ নভেম্বর থমাস হেমব্রম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির পর থমাস হেমব্রম বাদী হয়ে রমেশ টুডুর মৃত্যুর কারণ জানতে হাইকোর্টে আবেদন করেন।
×