ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪২ দিন পর মায়ের কোলে চুরি হওয়া শিশু

প্রকাশিত: ০৪:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

৪২ দিন পর মায়ের কোলে চুরি হওয়া শিশু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চুরি হওয়ার ৪২দিন পর মায়ের কোল ফিরে পেল ছয় মাসের শিশু দীপায়ন সরকার। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। একমাত্র পুত্র সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে তার মা দীপ্তি সরকার। মঙ্গলবার সকালে সংবাদকর্মীদের বলেন, মিডিয়া না হলে আজ আমি আমার দুধের শিশুটিকে ফিরে পেতাম না। আগৈলঝাড়া উপজেলার ছবিখাঁরপাড় গ্রামের বরুণ সরকার কর্মের সুবাদে স্ত্রী দীপ্তি সরকার ও সন্তান দীপায়নকে নিয়ে গাজীপুরের মোগরখাল এলাকার আব্দুর রহিম মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। পোশাক কারখানার কর্মী দীপ্তি সরকার ও ইলেকট্রিশিয়ান বরুণ সরকারের একমাত্র শিশুপুত্র দীপায়ন। প্রযুক্তির মাধ্যমে পিবিআইর সদস্যরা জানতে পারেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কাঞ্চনপুর গড়েরবাড়ী এলাকার এনামুল মিয়ার বাড়িতে চুরি হওয়া শিশুটি রয়েছে। পরবর্তীতে রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে শিশু দীপায়নকে উদ্ধারসহ শিশু চুরির সঙ্গে জড়িত এনামুল হক ও আঁখি আক্তারকে গ্রেফতার করা হয়। নাটোরে বিএনপি নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ ফেব্রুয়ারি ॥ খালেদা জিয়ার মুক্তি ও নেতা-কর্মীদের হয়রানি এবং গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বেলা ১২টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, বিএনপি নেতা খবির উদ্দিন শাহ প্রমুখ।
×