ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুখোশ নিয়ে বিতর্ক

প্রকাশিত: ০৪:১২, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

মুখোশ নিয়ে বিতর্ক

পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে নারীদের আইস হকির একটি ম্যাচ চলাকালে উত্তর কোরিয়ার চিয়ারলিডারদের পরা মুখোশ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। ম্যাচ চলাকালে উত্তর কোরিয়ার চিয়ারলিডাররা সুদর্শন এক যুবকের মুখোশ পরে মাঠে উপস্থিত হয়। ওই মুখোশের সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুং এর চেহারার মিল রয়েছে। ওই মুখোশ পরে উত্তর কোরিয়া নিজেদের পক্ষে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল দলগুলো।-ইয়াহু নিউজ বিটকয়েন খোঁজার হিড়িক আইসল্যান্ডে বড় বড় ডাটা সেন্টার প্রতিষ্ঠা করে বিটকয়েন খোঁজার যে হিড়িক পড়েছে তাতে দেশটি এখন বিদ্যুত সঙ্কটে পড়তে পারে। এসব ডাটা সেন্টার চালাতে গিয়ে বিপুল পরিমাণ বিদ্যুত খরচ হচ্ছে। এ বছর আইসল্যান্ডে সব বাড়িতে যত বিদ্যুত খরচ হবে, তার চেয়েও হয়ত বেশি বিদ্যুত খরচ হবে এসব ডাটা সেন্টারে। সব প্রকল্প যদি বাস্তবায়িত হয়, সেগুলো চালানোর মতো বিদ্যুত আইসল্যান্ডে থাকবে না।-বিবিসি
×