ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে মূল্য দিতে হবে

প্রকাশিত: ০৪:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তানকে মূল্য দিতে হবে

জম্মুর একটি সেনা ঘাঁটিতে হামলার জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার সুঞ্জওয়ান সেনা ঘাঁটিতে ওই হামলার পর সোমবার তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে ভারতকে উত্তেজনা না ছড়াতে বলেছে। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া। শনিবার সকালে একদল বন্দুকধারী জম্মুর ওই সেনা ঘাঁটিতে হামলা চালায়। প্রায় ৩০ ঘণ্টা ধরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক লড়াই চালিয়ে যায় হামলাকারীরা। জম্মু ও কাশ্মীরের সুঞ্জওয়ান সেনা ঘাঁটিতে সংহিসতা বিক্ষুব্ধ কাশ্মীর উপত্যকায় গত কয়েকমাসের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলা। এই ঘটনার পর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান একে অপরকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে। হামলায় এক বেসামরিক ব্যক্তিসহ মোট ৯ জন নিহত ও ১০ জন আহত হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে টানা ৩৬ ঘণ্টা বন্দুক যুদ্ধে তিন হামলাকারী নিহত হয়। ভারতের অভিযোগ, হামলাকারীরা পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী দল জইশ-ই-মোহাম্মদ দলের সদস্য। তবে সোমবারের সংবাদ সম্মেলনে সীতারামন অবশ্য জইশের নাম উল্লেখ করেননি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানকে এ জন্য মূল্য দিতে হবে। তিনি বলেন, ‘আমি সুনির্দিষ্ট করে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলছি না। শুধু এতটুকু বলতে চাই যে, পাকিস্তানকে এই দুঃসাহস দেখানোর জন্য মূল্য দিতে হবে। আমি আবারও বলছি, তাদের এর দাম দিতে হবে।’ পাকিস্তান কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়ে থাকে বলে ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির জবাবে পাকিস্তান সীমান্ত পেরিয়ে তাদের ভূখন্ডে হামলার বিষয়ে নয়াদিল্লীকে সতর্ক করেছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীন বিবৃতি এবং ভিত্তিহীন অভিযোগ তোলার কথা এখন সবাই জানে। সেখানে কিছু হলে কোন তদন্ত ছাড়াই তারা বিবৃতি দিয়ে বসে। ভারত যে শক্তি প্রয়োগের মাধ্যমে কাশ্মীর দখলে রাখতে চাইছে সেদিক থেকে সবার মনোযোগ সরাতে তারা এমন অভিযোগ করে থাকে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আশা প্রকাশ করে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় ভারত সরকারকে কাশ্মীরে নিষ্ঠুরতা বন্ধ করার জন্য আহ্বান জানাবে। নিয়ন্ত্রণ রেখায় তারা যদি কোন ধরনের দুঃসাহস দেখানোর চেষ্টা করে তবে সেটি প্রতিহত করা হবে।’ ওদিকে, সোমবার সকালেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে সিআরপিএফ’র একটি ক্যাম্পে আত্মঘাতী হামলা হয়েছে বলে জানায় এনডিটিভি। আহত সৈন্যদের দেখতে সীতারামন হাসপাতালে যান। তিনি বলেন, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে হামলাকারীরা সীমান্তের ওপারে তাদের পৃষ্ঠপোষকদের নিয়ন্ত্রণে থেকে এ কাজ করেছে। পাকিস্তানের গোযেন্দা সংস্থা আইএসআই বোঝাতে নয়াদিল্লীর কর্মকর্তারা অনেক সময় পৃষ্ঠপোষক শব্দটি ব্যবহার করে থাকেন। তিনি অভিযোগ করে বলেন, অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সন্ত্রাসের বিস্তার ঘটাচ্ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত জম্মু হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি অঞ্চল। সেখানে সেনা ঘাঁটিতে হামলার ঘটনা আগেও ঘটেছে। এ সব হামলার পেছনে পাকিস্তানের হাত ছিল বলে ভারত অভিযোগ করেছে। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর কাশ্মীর দুদেশের মধ্যে বিরোধের অন্যতম ইস্যু হিসেবে রয়ে গেছে। সর্বশেষ হামলার ঘটনাটি ২০০৩ সালের অনুরূপ এক হামলার সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই সময় একটি সেনা ঘাঁটিতে হামলায় ১২ জন সৈন্য নিহত হয়েছিল।
×