ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফোর জি ইন্টারনেট সেবার তরঙ্গ নিলাম আজ

প্রকাশিত: ০৭:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ফোর জি ইন্টারনেট সেবার তরঙ্গ নিলাম আজ

স্টাফ রিপোর্টার ॥ বহু প্রতিক্ষিত চতুর্থ প্রজন্মের (ফোর-জি) ইন্টারনেট সেবার তরঙ্গ নিলাম আজ। বিটিআরসি বেলা ১১টায় ঢাকা ক্লাবে এ নিলাম অনুষ্ঠান করবে। বিটিআরসি জানিয়েছে, ২১০০ মেগাহার্টজ ও ১৮০০ মেগাহার্টজের জন্য তরঙ্গ নিলাম হবে। তরঙ্গ কেনার পরে মোবাইল ফোন অপারেটরগুলো সেবার মান বাড়াতে পারবে। গ্রামীণফোন এবং বাংলালিংক তরঙ্গ নিলামে অংশ নিচ্ছে বলে নিশ্চিত করেছে। নিলামের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। অপারেটররাও সংবাদ সম্মেলন করবে। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি বিটিআরসি চেয়ারম্যান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নিলামের জন্য বেইজ প্রাইস হিসেবে ২১০০ মেগাহার্টজে প্রতি মেগাহার্টজের জন্য ধরা হয়েছে ২৭ মিলিয়ন মার্কিন ডলার এবং ১৮০০ ও ৯০০ মেগাহার্টজের জন্য ধরা হয়েছে ৩০ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে টুজি সেবা ৯০০ মেগাহার্টজ ও ১৮০০ মেগাহার্টজে দেয়া হয়। থ্রিজি সেবা ২১০০ মেগাহার্টজে দেয়া হচ্ছে। ২১০০ মেগাহার্টজে যে থ্রিজি সেবা দেয়া হয় সেখানে প্রযুক্তি নিরপেক্ষতা দেয়া হয়েছে। অর্থাৎ এই তরঙ্গের মাধ্যমে ফোরজি, টুজি সেবাও দিতে পারবে মোবাইল অপারেটররা।
×