ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১১, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় তৃতীয় অধ্যায় প্রস্তুতি-২ ও ৩ ॥ বহুনির্বাচনী-২১ শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ (প্রস্তুতি-২ এর বাকী অংশ) ২২। মুর্শিদি, পালাগান, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি কোন ধরনের গান ? (ক) আধুনিক গান (খ) আঞ্চলিক গান (গ) দেশাত্মবোধক গান (ঘ) রবীন্দ্র সংগীত। ২৩। বাঙালি নাগরিক গান কার মাধ্যমে উৎকর্ষের শীর্ষে পৌঁছে? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রজনীকান্ত সেন (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) দ্বিজেন্দ্র লাল রায় । ২৪। শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে রচিতগানগুলো কী নামে পরিচিত ? (ক) খেমটা (খ) খেউর (গ) বৈষ্ণব পদাবলী (ঘ) পাঁচালি। ২৫। ’শ্রেষ্ঠ তরু এই শরীর, পাঁচটি তার ডাল। চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে।’ উক্তিটির তাৎপর্য কী ? (ক) শরীরের পাঁচ ইন্দ্রিয়ের গুরুত্ব (খ) শরীরের পাঁচ ইন্দ্রিয় ও তাদের ধ্বংসের কারণ (গ) পরকালীন জগতের গুরুত্ব (ঘ) শরীরের পাঁচটি ইন্দ্রিয়ের গুরুত্ব। ২৬। কারা চর্যাপদ লিখেছেন ? (ক) বৌদ্ধ সাধকরা (খ) হিন্দু পুরোহিতরা (গ) মুসলমানরা (ঘ) খ্রিষ্টান পাদ্রিরা। ২৭। চর্যাপদের কাল নির্ণয় করেন কারা? (ক) লুইপা (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) বিদ্যাপতি ও জ্ঞানদাস (ঘ) ভাষাবিদ ড.মুহম্মদ শহীদুল্লাহ। ২৮। শাব্দিক অর্থ ছাড়াও চর্যাপদের কী বুঝতে হয়? (ক) ভাবার্থ (খ) মর্মকথা (গ) নীতিকথা (ঘ) সারমর্ম। ২৯। কে চর্যাপদ আবিষ্কার করেন? (ক) লুইপা ও কাহ্নপা (খ) চন্ডিদাস (গ) পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) মুকুন্দরাম। ৩০। মুগা জাতীয় সিল্ক কী নামে পরিচিত ? (ক) দুকূল (খ) ক্ষৌম (গ) কার্পাস (ঘ) প্রত্রোর্ণ। উত্তর ঃ ২২(খ), ২৩(গ), ২৪(গ), ২৫(খ), ২৬(ক), ২৭(ঘ), ২৮(ক),২৯(গ), ৩০(ঘ)। (প্রস্তুতি-৩) ১। সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি সংস্কৃতির প্রভাব বেশি? (ক) স্থাপত্যশিল্পে (খ) সাহিত্যকর্মে (গ) তাঁতশিল্পে (ঘ) সংগীতে। ২। বাংলার প্রথম সাহিত্যকর্মের নাম কী? (ক) মহাভারত (খ) চর্যাপদ (গ) হুতুমপেঁচা (ঘ) সীতার বনবাস। ৩। সাংস্কৃতির ক্ষেত্রে তুমি কোনটিকে অধিক যৌক্তিক বলে মনে কর ? (ক) জীবনাচরণের সাথে সম্পৃক্ত (খ) লোকাচরের সাথে সম্পৃক্ত (গ) প্রথার সাথে সম্পৃক্ত (ঘ) লোকরীতির সাথে সম্পৃক্ত। ৪। কোনটি সমাজে সমস্যা তৈরি করে ? (ক) শিক্ষার হার বৃদ্ধি (খ) বৈষম্যের মাত্রা কমানো (গ) সাংস্কৃতিক পরিবর্তনের অসমতা (ঘ) জীবনযাত্রার মানের উন্নতি। ৫। তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে- (র) ঘরে বসেই পৃথিবীর সকল খবর জানা যায় (রর) এক সংস্কৃতি অন্য সংস্কৃতির সংস্পর্শে আসছে (ররর) উন্নত সংস্কৃতি অনুন্নত সংস্কৃতির উপাদান গ্রহণ করছে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৬ এবং ৭নং প্রশ্নের উত্তর দাও ঃ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী গভীর জ্ঞানের অধিকারী। তিনি শুদ্ধ বাংলায় কথা বলেন এবং সাধারণ জীবনযাপন করেন।তবে তিনি বিখ্যাত হয়ে আছেন তার নৈতিকতা ও মূল্যবোধের জন্য। ৬। উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? (ক) সংস্কৃতি (খ) লোকাচার (গ) প্রথা (ঘ) আচরণ । ৭। উক্ত বিষয় মানব সৃষ্টি করেছে- (র) অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য (রর) মৌলিক প্রয়োজন টিকেয়ে রাখার জন্য (ররর) সুন্দরভাবে বেঁচে থাকর জন্য। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ৮। সৃষ্টিশীল সকল কাজকে কী বলে? (ক) রূপান্তর (খ) সংস্কৃতি (গ) পরিবর্তন (ঘ) পরিবর্ধন। ৯। কোনটিতে প্রতিনিয়ত সংযোজন বিয়োজন ঘটে ? (ক) প্রথায় (খ) লোকরীতিতে (গ) সংস্কৃতিতে (ঘ) জীবনধারায়। ১০। সাংস্কৃতিক ব্যাপ্তি অনেক বেড়ে গেছে- (র) বিশ্বায়নের ফলে (রর) সাংস্কৃতিক আত্তীকরণের ফলে (ররর) প্রযুক্তির উন্নতির কারণে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । উত্তর ঃ ১(ক), ২(খ), ৩(ক), ৪(গ), ৫(ঘ), ৬(ক), ৭(ঘ), ৮(খ), ৯(গ), ১০(গ)।
×