ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীহার-জাহিনের ‘জলের উপর’

প্রকাশিত: ০৭:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

নীহার-জাহিনের ‘জলের উপর’

স্টাফ রিপোর্টার ॥ গীতিকবি নীহার আহমেদের কথা এবং জাহিন খানের গাওয়া ‘জলের উপর’ শিরোনামের একটি গানের ভিডিও সম্প্রতি সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হয়েছে। গানটির সুর করেছেন বেলাল খান এবং সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্দেশনায় ছিলেন অনিরুদ্ধ রাসেল। গায়ক জাহিনের পাশাপাশি ভিডিওতে অংশ নিয়েছেন ফরহাদ ও ইভা। ‘জলের উপর হাঁটতে গেলে, যায় না যেমন হাঁটা, নিজের ছায়া কাটতে গেলে, যায় না যেমন কাটা, তেমন করে তোমার মন, সকাল-বিকাল সারাক্ষণ, আমার মনের চার দেয়ালে, ছবি হয়ে সাঁটা’ এমন কথার নতুন গানটি প্রসঙ্গে নীহার আহমেদ বলেন, গানটির কথায় নতুন ও ভিন্নতর ভাবনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। বেলাল খানের মেলোডি সুর গানটিকে শ্রুতিমধুর করেছে। গানে জাহিনের গায়কীও প্রশংসনীয়। জাহিন খান বলেন-আজ থেকে ছয় বছর আগে গানের লিরিকটা আমি হাতে পাই। আমার খুব ভাল লাগে, তাই দেরি হলেও হাল ছাড়িনি। বেলাল খান বেশ ভাল সুর করেছেন। সঙ্গীতায়োজনও চমৎকার। গানটির একটা ভিডিও নির্মাণের জন্য অপেক্ষায় ছিলাম। সব মিলে ভাল একটি কাজ হয়েছে। আশা করি শ্রোতা-দর্শকরা এখন নিরাশ হবেন না।
×