ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসছে অনুরূপ আইচের একাধিক গান

প্রকাশিত: ০৭:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

আসছে অনুরূপ আইচের একাধিক গান

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা তোমার জন্যে’ শিরোনামের একটি গান গেয়েছেন খন্দকার বাপ্পী। গীতিকবি অনুরূপ আইচের লেখা গানটি সুর ও সঙ্গীত ইশরাক হোসেন। গানটির ভিডিও ভালবাসা দিবসের পর ইউটিউবে প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, মহান একুশে ফেব্রুয়ারি তথা ভাষা দিবস নিয়ে গানের সংখ্যা খুব কম। পরিকল্পনা করে এক বছর ধরে গানটি তৈরি করেছি। গত বছরের ভাষা দিবসের দিন এই গানের ভিডিওর একটি অংশ জাতীয় শহীদ মিনার ও তার নিকটবর্তী স্থানগুলোতে আমি শূটিং করেছি। আমার লালিত স্বপ্ন ও এক বছরের কাজের ফসল ‘ভাষা তোমার জন্যে’ গানটি। এছাড়া চলতি মাসে অনুরূপ আইচের আরও দুটি গান প্রকাশ পাবে। ভালবাসা দিবস উপলক্ষে তার লেখা ও জনপ্রিয় সূফী গায়ক শাহরিয়ার রাফাতের কণ্ঠে ‘মেঘমালা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে সিডি ভিশনের ব্যানারে। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত। আমিরুল মোমেনিন মানিকের কণ্ঠে অং সান সুচিকে ব্যঙ্গ করে ‘গাধাদের একটি দেশে’ শিরেনামের গানটি ভিডিওসহ প্রকাশ পাবে। শিল্পী মানিকের সুর করা এই গানের সঙ্গীত পরিচালনা করেছেন তানভীর তারেক। আগামী ২৫ ফেব্রুয়ারি অনুরূপ আইচের জন্মদিন উপলক্ষে তার লেখা খালেদ মুন্নার গাওয়া ‘সোনাবউ’ গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। গানের সুর ও সঙ্গীত পরিচালনা রোমেল হাসান। এছাড়া অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৬২২ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে অনুরূপ আইচের লেখা গল্পের বই ‘আমি তোমায় ভালবাসি’। জীবনমুখী গায়ক শতাব্দী ভব’র প্রকাশনী ‘সব্যসাচী’ বইটি প্রকাশ করেছে।
×