ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই সময়ে চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার

প্রকাশিত: ০৭:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

এই সময়ে চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার

স্টাফ রিপোর্টার ॥ দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার। আহসান সারোয়ারের শিশুতোষ প্রযোজনা ‘আমরা করবো জয়’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মৌলিক গল্পের কারণে চলচ্চিত্রটি মুক্তির পর দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। এ ছাড়া তার পরিচালিত ‘রং ঢং’ নামের নতুন একটি চলচ্চিত্র অচিরেই মুক্তি পেতে যাচ্ছে। এদিকে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন নির্মাতা আহসান সারোয়ার। গত বছরের বইমেলায় চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ারের ‘ওর চোখে বিকেলের ছায়া’ এবং ‘কেন বল মন রেখে দিলে’ নামে দুটি বই প্রকাশিত হয়। আর এবারের বইমেলায় এসেছে তার নতুন গল্পগ্রন্থ ‘শুধু সে থেকে যায়’। বইমেলায় নতুন বই ‘শুধু সে থেকে যায়’ প্রসঙ্গে আহসান সারোয়ার বলেন, নতুন এই বইটিতে ছয়টি গল্প স্থান পেয়েছে। এগুলো হচ্ছে ‘অনিমার জন্য’, ‘পরমিতার নীল আকাশ’, ‘শুধু সে থেকে যায়’, ‘শ্রীকান্ত ও মায়াকাহিনী-পর্ব ৩’, ‘শমশের বিদ্যা’, ও ‘বাড়ি নম্বর সাতচল্লিশ’। কলি প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলায় ২৬১-২৬২নং স্টলে পাওয়া যাচ্ছে।
×