ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রোতারা এখন এ্যাপভিত্তিক গানে অভ্যস্ত ॥ নভেরা বিনতে নূর

প্রকাশিত: ০৭:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

শ্রোতারা এখন এ্যাপভিত্তিক গানে অভ্যস্ত ॥ নভেরা বিনতে নূর

যুগের সঙ্গে পাল্টাচ্ছে মানুষের রুচি। একই সঙ্গে পরিবর্তন হচ্ছে বিনোদনের মাধ্যম। দিন যতই যাচ্ছে মানুষ ততই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এই ব্যস্ততার মধ্যে সময় বের করে গান শোনা কঠিন হয়ে পড়ছে। ব্যস্ত জীবনে গান শোনা প্রসঙ্গে ইয়ন্ডার মিউজিকের সিইও নভেরা বিনতে নূরের সঙ্গে নিয়ে কথা হয় । আপনার ব্যস্ততা কি নিয়ে? নভেরা বিনতে নূর : এই মুহূর্তে বলা যায় সঙ্গীতাঙ্গনে পেশাদারিত্ব ও সোনালী দিন ফিরিয়ে আনার কাজ করছি। ইয়ন্ডার মিউজিক কেমন চলছে? নভেরা বিনতে নূর : ইয়ন্ডার মিউজিক একটি এ্যাপস, যেখানে আপনি বিনামূল্যে নিজের পছন্দ মতো যে কোন গান শুনতে পারবেন। মানুষ এখন এ্যাপভিত্তিক গান শুনতেই অভ্যস্ত। একটি জায়গায় অনেক গান, নিজেরটা পছন্দ করে শুধু শুনে নেয়া। আর সেদিক থেকে ইয়ন্ডার মিউজিক শীর্ষে, প্রাপ্তি এটাই। এ্যাপভিত্তিক সঙ্গীতের ভবিষ্যত কী? নভেরা বিনতে নূর : আসলে যুগের চাহিদার কারণেই এ্যাপভিত্তিক মিউজিকের আবির্ভাব। সে কারণেই এর ভবিষ্যত বেশ ভাল বলেই মনে হচ্ছে। এখানেও ভাল গান তৈরি ও সিলেকশনে মনোযোগী হয়েছি, যেন শ্রোতারা ভাল গান শুনে সময় কাটাতে পারে। শ্রোতাদের আপনারা নতুন কী দিচ্ছেন? নভেরা বিনতে নূর : এখনও ভাল গান তৈরি হলে যে মানুষ শুনে তার প্রমাণ এয়ারটেল ইয়ন্ডার মিউজিক। আমরা ডিজিটাল যুগে সত্যিকার অর্থেই এখনও ভাল গানের প্রতি কাজ করে যাচ্ছি। ফলাফলও পাচ্ছি সঙ্গে সঙ্গে। ইয়ন্ডার মিউজিকের নতুন ক্যাম্পেইন সম্পর্কে বলুন। নভেরা বিনতে নূর : এখন ইয়ন্ডার মিউজিকের ‘নো মানি ফর মিউজিক’ ক্যাম্পেইন চলছে। এটাও একটা চমৎকার উদ্যোগ। আগে যেমন বেতারে চ্যানেল ঘুরিয়ে গান বেছে নেয়া হতো, এখনও ঠিক তেমনি কোন পয়সা খরচ ছাড়াই কিংবা কোন ডাটা এমবি খরচ ছাড়াই সারাদিন এই এ্যাপের মাধ্যমে গান শোনা যাবে। আপনাদের সাম্প্রতিক সফলতা সম্পর্কে বলুন। নভেরা বিনতে নূর : গানের ক্ষেত্রে ইয়ন্ডার মিউজক সম্প্রতি দেশের এক নম্বর এ্যাপের স্বীকৃতি পেয়েছে। আমাদের পরিশ্রম, সততা ও কমিটমেন্টের ফসল এই স্বীকৃতি। দেশের সঙ্গীত ও শিল্পীদের উন্নয়নে আপনাদের ভবিষ্যত পরিকল্পনা কী? নভেরা বিনতে নূর : পেশাদারিত্ব ভাবধারা ফুটিয়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কেউ যেন বঞ্চিত না হয়। নতুন প্রতিভাবান সঙ্গীতশিল্পীদের খুঁজতে ইয়ন্ডার মিউজিক কি করছে? নভেরা বিনতে নূর : তাদের খুঁজে বের করে মজবুত প্ল্যাটফর্ম গড়ে দিতেই কাজ চলছে দিনরাত। -গৌতম পাণ্ডে
×