ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালবাসা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘মিথোজীবী’

প্রকাশিত: ০৭:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ভালবাসা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘মিথোজীবী’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে আগামীকাল বুধবার বিকেল ৩-০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মিথোজীবী’। ড. মইনুল খানের রচনা ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত ‘মিথোজীবী’ টেলিফিল্মের চিত্রনাট্য তৈরি করেছেন জিনাত হাকিম। পরিচালনায় আজিজুল হাকিম। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা, সাজু খাদেম, মীর সাব্বির, মৌটুসি বিশ্বাস, ফেরদৌস তমাল, স্নিগ্ধা, তমা প্রমুখ। ‘মিথোজীবী’ টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে সদালাপী রওনক ব্যাংকে কর্মরত। রওনকের স্ত্রী রমা বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। যার জীবনের লক্ষ্য নিজেকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া। নিজ সংসারের হিসাব মেলাতে না পেরে দিনে দিনে অসংলগ্নতা পেয়ে বসে রওনককে। হঠাৎ সে অন্য এক মানুষ যেন চার দেয়ালের ঘর যেন রওনকের কাছে ঘর নয়। ঝর্ণা রওনকের ব্যাংকে জয়েন করে। ছাত্রজীবনে ঝর্ণা বিয়ে করেছিল বাবলুকে। অনেক চেষ্টা করেও মাদকের পথ থেকে ফেরাতে না পেরে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় তাকে। নিজেদের অপ্রাপ্তিগুলোকে খুঁজে পেতে, জীবনের অপূর্ণ অধ্যায় সমাপ্ত করে সুখের একটি ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করে ঝর্ণা ও রওনক। রওনকের বন্ধু অধ্যাপক মোহন মৃধা। রওনক ও সে একই ভাব আদর্শের অনুসারী। বন্ধুত্বের সম্পর্কে যুক্তি আর তর্কে দিন শেষে তাদের জীবন ভাবনার ভিন্নতা দুজনকে নির্দিষ্ট ছকের বাইরে নিয়ে যায়। সংসারে সুখী হওয়ার রহস্য বড় অদ্ভুত। কে কোথায় কার সঙ্গে সুখী হবে তা আপেক্ষিক। জীবনের যাবতীয় প্রয়োজনগুলোকে আবর্তিত করেই চলে সংসার নামের সমরাঙ্গন বিবাহিত জীবনে একজনের প্রতি অন্যজনের শ্রদ্ধাবোধ, সহানুভূতি মানুষের সম্পর্ককে নিবিড় ও অটুট করে। জীবনের সরলীকরণ ধ্রুব সত্য হলো- দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর একের প্রতি অন্যের নির্ভরশীলতা অত্যাবশ্যক। সংসার টিকে থাকার গভীর রহস্য এই নির্ভরশীলতা। মূলত: দুজনের পরিপূরক সম্পর্কে তৈরি হয় ভালবাসার ঘর।
×