ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০২, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১২ ফেব্রুয়ারি ॥ নেছারাবাদ উপজেলার (স্বরূপকাঠী) ঝিলবাড়ি গ্রামে গাছ থেকে পড়ে সৈয়দ আলী মৃধা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির রাস্তার পাশের একটি আতা গাছের ডাল কাটতে উঠে নিচে পড়ে তার মৃত্যু ঘটে। সে ওই গ্রামের মৃত আফসার আলী মৃধার ছেলে। জানা যায়, সোমবার সকালে তিনি গাছের ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় পা ফসকে গাছ থেকে রাস্তার উপরে পড়ে যান। স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গণপিটুনিতে ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের বেলুয়া গ্রামে বাবুল হোসেন বাবু (৪৭) নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গীবাড়ি থানার পুলিশ জানান, রবিবার ভোরে বেলুয়া গ্রামে আইয়ুব আলী শেখের বাড়িতে একটি পিকাপ ও একটি মাইক্রোবাসে চড়ে ১৫/২০ জনের ডাকাত দল ডাকাতি করে। পরে তারা লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বাবুল ধরা পড়ে যায়। তখন তাকে এলাকাবাসী গণপিটুনী দেয়। তাকে উদ্ধার করে পুলিশ টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করলে পথিমধ্যে সে মারা যায়। বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চার মাদক বিক্রেতার কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ ফেব্রুয়ারি ॥ নাটোরের গুরুদাসপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার চাঁপিলা ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে জব্দকৃত চোলাই মদ ধ্বংস করা হয় এবং দ-প্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়। তাঁতিপাড়া গ্রামের দুইটি বাড়ি থেকে ১০ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার এবং এই মাদক বিক্রেতার সঙ্গে জড়িত থাকার অপরাধে চারজনকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করে। আটককৃতদের মধ্যে দুইজনকে ৩ মাস করে ও অপর ২জনকে ৬ মাস করে কারাদ-াদেশ প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। দ-প্রাপ্তরা হলেনÑ তাঁতিপাড়া গ্রামের চারু সিংয়ের ছেলে লাল মোহন সিং, খগেন সিংয়ের ছেলে বিশ্বজিৎ সিং, একই এলাকার মেঘলাল বসাকের ছেলে বাসুদেব বসাক ও বীরেন্দ্র নাথ বসাকের ছেলে মহাদেব বসাক । পরে জব্দকৃত চোলাই মদ ধ্বংস করা হয়। ধর্ষণের অভিযোগে আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ ফেব্রুয়ারি ॥ সোমবার বিকেলে নওগাঁর ধামইরহাটে সংখ্যালঘুর ৪ বছর বয়সের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে ইমরান হোসেন (২০) নামে এক পাষ-কে আটক করেছে পুলিশ। ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের রসুলবিল রাঙ্গামাটি গ্রামের রাজমিস্ত্রি (হেডমিস্ত্রি) রেজাউল ইসলামের অধীনে মিস্ত্রির কাজ করেন একই গ্রামের সংখ্যালঘু দিলীপ কুমার। সেই সুবাদে তার বাড়িতে যাতায়াত ছিল উভয় পরিবারের মধ্যে। এ অবস্থায় রবিবার বিকেলে হেডমিস্ত্রি রেজাউলের ছেলে ইমরান হোসেন ঢাকা থেকে এসে দিলীপের ৪ বছরের মেয়েকে বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে কৌশলে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাসচাপায় ছাত্রী আহত ॥ বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ ফেব্রুয়ারি ॥ নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে হুমায়রা খাতুন (৬) খাতুন নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ধানাইদহ বাজারে এই ঘটনা ঘটে। আহত হুমায়রাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ ও মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবিতে প্রায় দ্ইু ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বর্জ্য ব্যবস্থাপনা করণীয় সভা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ ফেব্রুয়ারি ॥ গাইবান্ধায় বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সবুজ উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার এসকেএসইন-এ অনুষ্ঠিত হয়। প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ, গাইবান্ধা পৌরসভা ও ছিন্নমূল মহিলা সমিতির যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহযোগিতায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এবং অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুস শাকুর, জেলা পশু সম্পদ কর্মকর্তা ড. মোঃ আব্দুল লতিফ প্রমুখ। মাগুরা উপজেলা পরিষদে চুরি নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১২ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলা পরিষদে চুরি সংগঠিত হয়েছে। রবিবার রাত তিনটার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে শহরের ভায়না এলাকায় অবস্থিত উপজেলা পরিষদের ৬ টি কক্ষের তালা কেটে চোরেরা স্থানীয় সরকার শাখা ও হিসাব শাখার আলমারি ভেঙ্গে দুই লাখ ৬৫ হাজার টাকা নিয়ে গেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, রবিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নৈশ প্রহরীদের বাইরে থেকে রুমের ভেতরে আটকে রেখে ছয়টি কক্ষের তালা কেটে চুরির চেষ্টা চালায়। সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১২ ফেব্রয়ারি ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন সিলিন্ডার বোতল বিস্ফোরণে দোকান মালিকের পুত্রসহ এক শ্রমিক দগ্ধ হয়েছে। সোমবার সকালে উপজেলার সোনাইছড়ি জোড়ামতল কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সোনাইছড়ি জোড়ামতল কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সামনে সোমবার সকালে মানিক মিয়ার সিলিন্ডার দোকানে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। ধর্ষণের অভিযোগে ভণ্ডপীর গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ॥ জমি দেয়ার কথা বলে এক ভক্তের কাছ থেকে আগেই ২ লাখ ৮৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন হাসান চিশতীয়া ওরফে জয়গুরু (৬০) নামে এক ভণ্ডপীর। জমি দেয়া তো দূরের কথা এবার ওই ভক্তের স্ত্রীকেই (২৫) নিজের বাড়িতে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমন অভিযোগে রবিবার রাতে খোলামোড়া জিয়ানগর থেকে ওই ভণ্ডপীরকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ভুক্তভোগী গৃহবধূর বড় ভাই হাসান ইমাম ভ-পীরের বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, হাসান ইমামের অভিযোগ পেয়ে রবিবার রাতে জিয়ানগরের নিজ বাড়ি থেকে ভ-পীর হাসান চিশতীয়া ওরফে জয়গুরুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পাঁচদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারাখানা। রবিবার রাত থেকে গ্যাস সংযোগ সচল হওয়ায় কারখানায় উৎপাদন শুরু হয়। পাঁচদিন উৎপাদন বন্ধ থাকায় কারখানা প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়। শাহজালাল সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনিরুল হক বলেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারখানায় গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় সার কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় উৎপাদন কাজ বন্ধ হয়ে যায়। আহত টমটম চালকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদর ঝিংলংজার ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসাইনসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে মারধরে আহত টমটম চালক এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত কিশোর আবদুর রহিম (১৬) লিংকরোড বিসিক এলাকার মৃত শাকের উল্লাহর পুত্র। মারধরে আহত আবদুর রহিম পাঁচদিন পর সোমবার ভোর সাড়ে চারটায় বাড়িতে মারা যায়। অবৈধ সিগারেটে সয়লাব সিলেট স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের হাট-বাজার অবাধে বিক্রি হচ্ছে অবৈধ সিগারেট। বৃহত্তর সিলেট জেলার শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্রই পাওয়া যাচ্ছে কম দামের বিভিন্ন ধরনের অবৈধ সিগারেট। ১ টাকা মূল্যের এসব সিগারেট বিক্রির ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হওয়ার পাশাপাশি ভোক্তারাও প্রতারিত হচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি অর্থবছরে নিম্নস্তরের সিগারেটের দাম প্রতি দশ শলাকার প্যাকেট ২৩ টাকা থেকে বেড়ে ২৭ টাকা নির্ধারণ করা হয়। এই মূল্য বৃদ্ধির ফলে বর্তমানে বাজারে প্রতিটি সিগারেটের সর্বনিম্ন দাম ৩ টাকা হওয়ার কথা অথচ সিলেটের বাজারে কিছু ব্র্যান্ডের প্রতিটি সিগারেট বিক্রি হচ্ছে মাত্র ১ টাকা মূল্যে। এ ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করতে নকল অথবা পুনঃব্যবহৃত ট্যাক্স স্ট্যাম্প বা ব্র্যান্ডরোল ব্যবহার করার প্রমাণও মিলেছে।
×