ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অন্ধকার ঘরে বিজলি বাতি

প্রকাশিত: ০৭:০১, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

অন্ধকার ঘরে বিজলি বাতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ ফেব্রুয়ারি ॥ সোমবার নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৮ গ্রামে ৬শ’ ৫ জন গ্রাহকের অন্ধকার ঘরে জ্বলে উঠল বিজলী বাতি। আর এই বিজলী বাতির আলো পেয়ে গ্রামগুলোর মানুষের মনে আনন্দের অন্ত ছিল না। নারী-পুরুষ, শিশু-কিশোর সকলেই যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সেই সঙ্গে তারা দু’হাত তুলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। তারা আগামী নির্বাচনে স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদারকে পুনরায় বিজয়ী করে জননেত্রী হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিন বেলা ১১টায় উপজেলার বাহাদুরপুর ইউপির অমরসিংহপুর গ্রামে ১ কিলোমিটারে ৬৯ জন গ্রাহককে বিদ্যুত সংযোগ প্রদানের মধ্য দিয়ে বিদ্যুতায়নের উদ্বোধন করেন, সাধন চন্দ্র মজুমদার এমপি। বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ ফেব্রুয়ারি ॥ শিবচর উপজেলার উমেদপুর গ্রামের প্রথম শ্রেণীর স্কুলছাত্রীকে গার্লস স্কুলের এক অবসরপ্রাপ্ত শিক্ষক পটু গুহ (৬০) সকালে বিস্কুট দেয়ার কথা বলে কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর লম্পট শিক্ষক পালিয়ে গেছে। জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন ডিগ্রী কলেজের পাশে একটি কলাবাগানে ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে অবসরপ্রাপ্ত শিক্ষক । এ সময় স্কুলছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে লম্পট শিক্ষক। শিশুটির মা বলেন, ‘সকালে আমার মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে কলাবাগানে নিয়ে নির্যাতন করে এক শিক্ষক।
×