ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় দেয়াল ধসে পিতা নিহত ॥ পুত্র আহত

প্রকাশিত: ০৭:০০, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

খুলনায় দেয়াল ধসে পিতা নিহত ॥ পুত্র আহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে ঠেলা গাড়ি শ্রমিক আব্দুস সোবাহান সানা (৬৫) নিহত এবং তার ছেলে মিলন সানা (২০) গুরুতর আহত হয়েছে। আহত মিলনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর ভৈরব স্ট্রান্ড (রেজিস্ট্রারি অফিসের পেছন দিকে) এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামে বলে জানা গেছে। পুলিশ জানায়, নগরীর রেজিস্ট্রারি অফিসের পেছন দিকে আব্দুল মতিন মোল্লা ওরফে পান্না মোল্লা একটি তিনতলা ভবন নির্মাণ করছেন। সোমবার বেলা ২টার দিকে নির্মাণাধীন ওই ভবনের জন্য ইট সরবরাহ করতে আসেন শ্রমিক সোবাহান ও তার ছেলে মিলন। ঠেলাগাড়ি থেকে ইট নামানোর সময় নির্মাণাধীন ওই ভবনের দেয়াল ধসে পড়ে পিতা-পুত্র আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক সোবাহানকে মৃত ঘোষণা করেন। পিরোজপুুরে মুক্তিযোদ্ধার পা ভেঙ্গে দিল দুর্বৃত্ত নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১২ ফেব্রুয়ারি ॥ ভা-ারিয়া উপজেলার দক্ষিণ তেলিখালী গ্রামে হানিফ আকন নামের এক মুক্তিযোদ্ধার পা ভেঙ্গে দিয়েছে উজ্জল নামের এক দুর্বৃত্ত। পারিবারিক পূর্বশত্রুতার জেরে রবিবার দুপুরের দিকে তেলিখালীর ইউছুব আলী দোকানদারের বখাটে ছেলে উজ্জল লাঠি দিয়ে পিটিয়ে হানিফ আকনের ডান পায়ের গোড়ালী ভেঙ্গে দেয়। তাকে উদ্ধার করে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছেলে স্বজল ও মেয়ে সাদিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান আমরা সবাই এক বাড়ি ও বংশের লোক। দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে উজ্জলদের পারিবারিক শত্রুতা চলে আসছে।
×