ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন উদ্বোধন

প্রকাশিত: ০৬:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

আশুগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী ও যতœবান হওয়ার লক্ষ্যে আশুগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে আশুগঞ্জ বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার। বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের নিবার্হী প্রকৌশলী চন্দন কুমার সূত্রধরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রি-পেইড মিটার প্রকল্পের কুমিল্লা জোনের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক ওজেন জিং, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন প্রমুখ। জানা গেছে, বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ীর লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে জেলার আশুগঞ্জ উপজেলার ১৮ হাজার ও সরাইল উপজেলার ২৭ হাজার বিদ্যুত গ্রাহক এ সেবার আওতায় আসবে। কুয়াকাটা পৌরসভার খালে স্থাপনা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ ফেব্রুয়ারি ॥ এখনও দুই-তিন ফুট পানি রয়েছে। সরাসরি খালটি অনেক দূর পর্যন্ত চোখে দেখা যায়। সর্বশেষ বিএস জরিপেও সরকারী এক নম্বর খাস খতিয়ানের খাল শ্রেণী হিসেবে উল্লেখ করা হয়েছে। যার দাগ নম্বর ৩১৭৬। এসএ দাগ নম্বর ৫৪৩৮। আয়তন এই দাগে ৩৪ শতক। যার বর্তমান মূল্য রয়েছে অন্তত প্রায় দুই কোটি টাকা। কুয়াকাটা পৌরসভার প্রাণকেন্দ্রে এই খাস খালটির অবস্থান। খালটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত। বর্তমানে খালটির দখল প্রক্রিয়া চলছে। এক শীর্ষ প্রভাবশালী টেস্ট কেস হিসেবে একটি স্থাপনা তুলে খালটি আটকে দিয়েছে। জানা গেছে, প্রথমে ছোট্ট স্থাপনা তোলার পরে ক্রমশ এটির ধরন পাল্টে একসময় সেমি পাকা, তারপর বহুতল ভবন তোলা হবে। তখন আর উচ্ছেদ জটিল হয়ে যাবে। একই সঙ্গে নবগঠিত কুয়াকাটা পৌরসভার জলাবদ্ধতা নিরসনের সুযোগ হারাবে। পাশাপাশি হাত ছাড়া হয়ে যাওয়ার শঙ্কা থেকে যাবে বিপুল অঙ্কের খাস জমি। কুয়াকাটা ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ দিকে পশ্চিমমুখী এই খালটির অবস্থান।
×