ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের নৈতিকতা মেনে চলতে হয় ॥ ইকবাল সোবহান

প্রকাশিত: ০৬:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

সাংবাদিকদের নৈতিকতা মেনে চলতে হয় ॥ ইকবাল সোবহান

চবি সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকতা একটি ঝুঁকির পেশা এবং সেই সঙ্গে এটি একটি দায়িত্বশীল পেশাও। এটি যেমন আমাদের প্রতিবাদী করে তেমনিভাবে এর অপব্যবহার আমাদের ধ্বংসও ডেকে আনতে পারে । তিনি বলেন, সাংবাদিকদের দেশ, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশ্বজনীন নীতিনৈতিকতা মেনে চলতে হবে। একই সঙ্গে হতে হবে সাহসী। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে চবি উপাচার্য বলেন, সাংবাদিকরা বিশ্বপরিম-লে সকল অসঙ্গতি, অসামঞ্জস্যতা, সকল ধরণের সাম্প্রদায়িকতার, শত কূপম-ুকতার বিরুদ্ধে লড়াই করেই বিশ্বসভ্যতাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। সে জন্য তাদেরকে অভিনন্দন। সাংবাদিক সমিতির সভাপতি আশহাবুর রহমান শোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর আলী আজগর চৌধুরী, প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
×