ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড দলে হংকংয়ের চ্যাপম্যান!

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

নিউজিল্যান্ড দলে হংকংয়ের চ্যাপম্যান!

স্পোর্টস রিপোর্টার ॥ ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি২০ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল নিউজিল্যান্ড। তারপর থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় আছে কিউইরা। এর মাঝের সময়টায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দু-বার করে মুখোমুখি হয়েছে। হোবার্ট ও মেলবোর্নের দুটি ম্যাচই জিতে আগেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে সিরিজের চতুর্থ ম্যাচে আজ নিউজিল্যান্ডের প্রতিক্ষ ইংল্যান্ড। দু-দলই প্রথম জয়ের খোঁজে। যেখানে সবচেয়ে আলোচিত বিষয়, কিউই টি২০ দলে ডাক পেয়েছেন হংকংয়ের বংশোদ্ভূত এক ক্রিকেটার! নাম তার মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে ক্ষণ গুনতে থাকা চ্যাপম্যান কিন্তু এরই মধ্যে হংকংয়ের হয়ে ১৯টি আন্তর্জাতিক টি২০র পাশাপাশি দুটি ওয়ানডেও খেলে ফেলেছেন! ২০১৫ সালের নবেম্বরে আরব আমিরাতের বিপক্ষে খেলা দুটি ওয়ানডেতে তার ব্যাটিং গড় ১৫১! দুই দিনের ব্যবধানে সেই দুটি ম্যাচ (অপরাজিত ১২৪ ও ২৭) খেলার পর গত ২৭ মাসে আর কোন ওয়ানডে খেলা হয়নি। আসলে গত প্রায় দুই বছরেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি। বাস্তবতা বুঝেই হয়ত দল বদলেছেন। চ্যাপম্যানের জন্ম হংকংয়ে হলেও বাবার সূত্রে নিউজিল্যান্ডের নাগরিক। তার মা অবশ্য চীনের। চীনা বংশোদ্ভূত খুব বেশি ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ কিন্তু খেলেননি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন এলিস আচং, যার নামের বাঁ হাতি রিস্ট স্পিনারদের ডাকা হয় চায়নাম্যান বোলার নামে। বাবা নিউজিল্যান্ডের বলেই ব্ল্যাক ক্যাপগুলোর একটি পাচ্ছেন না। পাচ্ছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তর অবিশ্বাস্য ফর্মের কারণে। হয়ত একটু আগেই জাতীয় দলে চলে এলেন।
×