ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্মিথের গলায় বোর্ডার পদক

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

স্মিথের গলায় বোর্ডার পদক

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল এবার দেশটির বর্ষসেরার পুরস্কার যাচ্ছে অধিনায়ক স্টিভেন স্মিথের পকেটে। যেটির নাম ‘এ্যালান বোর্ডার মেডেল’। সোমবার মেলবোর্নে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো উইলোবাজের গলায় সেটি পরিয়ে দেয়া হয়েছে। ২০১৭ সালের পারফর্মেন্সের বিচারে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হন স্মিথ। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই সিরিজে দাপুটে নৈপুণ্য প্রদর্শন করে ৬ ভোটের ব্যবধানে তারকা স্পিনার নাথান লেয়নকে পেছনে ফেলে সিএÑর বর্ষসেরা হন অস্ট্রেলিয়া অধিনায়ক। ওয়ানডের বর্ষসেরার মেডেল গেছে তুখোড় ওপেনার ডেভিড ওয়র্নারের গলায়। সব ধরনের আন্তর্জাতিক ফর্মেটে গত এক বছরে ৬৭.৪৪ গড়ে এক হাজার ৭৫৪ রান করেছেন স্মিথ। এ্যালান বোর্ডার পদক জয়ের ভোটেও ছিল তাই একচ্ছত্র আধিপত্য, পেয়েছেন ২৪৬ ভোট। তিনি টপকে গেছেন ডেভিড ওয়ার্নার (১৬২) ও লেয়নকে (১৫৬)। ২০১৫ সালের পর এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার দেশের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্মিথ। গত বছরের ৮ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৮ জানুয়ারি পর্যন্ত পারফরর্মেন্স বিবেচনা করা হয়েছে। এই সময়ে স্মিথ তিন ফরম্যাট মিলিয়ে সবার উপরে। তবে দুর্দান্ত ফর্মে ছিলেন টেস্টে। ১১ ম্যাচে ৮১.৫৬ গড়ে ৬টি সেঞ্চুরিসহ ১ হাজার ৩০৫ রান করেছেন তিনি।
×