ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তুরিনে জুভেন্টাস-টটেনহ্যাম হাইভোল্টেজ ম্যাচ

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

তুরিনে জুভেন্টাস-টটেনহ্যাম হাইভোল্টেজ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। ইতোমধ্যে ২০১৭-১৮ মৌসুমের গ্রপ পর্বের খেলা শেষ হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের দুই লেগের লড়াই। শেষ ষোলোর ম্যাচ দিয়ে মাঠে নামছে ইউরোপের পরাশক্তিরা। আজ রাতে প্রি-কোয়ার্টার ফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তুরিনে হাইভোল্টেজ ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের আতিথ্য নিচ্ছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। আরেক ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে বরণ করে নেবে সুইজারল্যান্ডের ক্লাব এফসি বাসেল। ম্যাচটি হবে বাসেলের সেইন্ট-জ্যাকব পার্কে। বুধবার রাতে বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট-জার্মেইন। মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমারের লড়াই। এই ম্যাচটি নিয়ে এখন উত্তপ্ত বিশ্ব ফুটবলাঙ্গন। চলছে কথার লড়াই। জুভেন্টাস ও টটেনহ্যাম তাদের নিজ নিজ দেশের লীগে দাপটের সঙ্গে খেলে চলেছে। জুভেন্টাস যথারীতি ইতালিয়ান সিরি এ লীগে শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে টটেনহ্যাম শীর্ষে না থাকলেও বড় দলগুলোর জন্য সবসময় হুমকিস্বরূপ। তুরিনে ম্যাচ হওয়ায় কিছুটা হলেও এগিয়ে থাকবে স্বাগতিকরা। তবে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি প্রতিপক্ষকে সমীহ করছেন। তিনি বলেন, টটেনহ্যাম অনেক ভাল দল। ওরা অনেকদিন ধরে দারুণ খেলে আসছে। বিশেষ করে হারি কেন দুর্দান্ত ফর্মে আছে। জিততে হলে আমাদের সেরাটাই খেলতে হবে। অন্যদিকে টটেনহ্যাম কোচ পচেট্টিনোও সমীহ করছেন স্বাগতিকদের। ইতালি সফরের আগে স্পর্স বস বলেন, আমাদের লক্ষ্য অবশ্যই কোয়ার্টার ফাইনাল। তবে সামনে যেহেতু জুভেন্টাসের মতো দল সেহেতু আমদের সেরাটাই দিতে হবে। ম্যানচেস্টার সিটি তাদের ক্লাব ইতিহাসে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারেনি। মানে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে। এবার তাদের সামনে সুবর্ণ সুযোগ। সব ধরনের প্রতিযোগিতায় দারুণ ফর্মে আছে পেপ গার্ডিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপা জয়ের পথে থাকা দলটি ইউরোপ সেরা আসরের গ্রুপ পর্বেও ছিল অপ্রতিরোধ্য। এবার শেষ ষোলোর বাধা টপকে সেরা আটে খেলার লক্ষ্য এ্যাগুয়েরো, ব্রুইনেদের। বাসেল তাদের জন্য বড় বাধা না হলেও নিজেদের সেরাটা দিয়েই পরের পর্বে যেতে চায় সিটি। এ প্রসঙ্গে দলটির কোচ গার্ডিওলা বলেন, ইউরোপের কোনো দলকেই আপনি খাটো করে দেখতে পারবেন না। নিজেদের মাঠে বাসেল জিততে চাইবে, জয় পেতে হলে তাই আমাদের সর্বোচ্চ নিংড়ে দিতে হবে। শিরোপার সবচেয়ে বড় দুই দাবিদার রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। তবে নকআউট পর্বের ড্রর শুরুতেই কঠিন প্রতিপক্ষ পেয়েছে তারা। গত দুইবারের চ্যাম্পিয়ন রিয়াল এই মৌসুমে বেশ বিবর্ণ। স্প্যানিশ লীগে বার্সিলোনার চেয়ে বেশ পিছিয়ে; চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বেও টটেনহামের পেছনে থেকে হয়েছে রানার্সআপ। অন্যদিকে পিএসজি আত্মবিশ্বাসে ফুটছে। ফরাসী লীগের পাশাপাশি ইউরোপেও গ্রুপ পর্বের শীর্ষস্থান তাদের। নেইমার-এমবাপে-কাভানি ত্রয়ী ত্রাস ছড়াচ্ছে এমনকি রোনাল্ডো-বেল-বেঞ্জামার চেয়েও। বার্সিলোনা হয়ত খুব করে এড়াতে চেয়েছিল চেলসিকে। এই ইংলিশ ক্লাবের সামনে হোঁচট খেয়েছে তারা বেশ কয়েকবার। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমের সেমিফাইনালে; দুই লেগ মিলিয়ে ২-৩ গোলে হেরে বিদায় নেয় কাতালানরা।
×