ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০ দলে জায়গা ধরে রাখতে চান সৌম্য

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

টি২০ দলে জায়গা ধরে রাখতে চান সৌম্য

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে জায়গা পাননি। অভিষেক হওয়ার পর থেকে এমন অভিজ্ঞতা হয়নি সৌম্য সরকারের। আর সর্বশেষ গত বছরে দক্ষিণ আফ্রিকা সফরের টি২০ দলেও ছিলেন না। কিন্তু এবার ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজে দলের ব্যর্থতায় ফিরে এসেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তামিম ইকবালের পাশাপাশি আর কোন ওপেনার না থাকায় সৌম্যের খেলা প্রায় নিশ্চিত প্রথম টি২০ ম্যাচে। আপাতত টি২০ ফরমেটে এ সুযোগটা কাজে লাগিয়ে ক্ষুদ্র ফরমেটের এ ক্রিকেটে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চান সৌম্য। সোমবার দলের সঙ্গে অনুশীলনে নামার আগে এ কথা জানান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি বৃহস্পতিবার। সেই ম্যাচের জন্য ঘোষিত দলে আছে অনেক পরিবর্তন। প্রায় নতুন চেহারার একটি দলে পরিণত হয়েছে ৫ জন নতুন মুখ এবং তিনজন ফিরে আসার কারণে। এছাড়া বাদ পড়েছেন সর্বশেষ টি২০ ম্যাচে খেলা ৭ ক্রিকেটার। ফিরে আসাদের মধ্যে আছেন সৌম্যও। তিনি বলেন, ‘প্রত্যাশা ছিল অবশ্যই। তারপরও প্রিমিয়ার লিগ চলছিল। সেখানেই মনোযোগটা একটু বেশি ছিল। ফরমেট আলাদা। অল্প ওভারের খেলা। আমরা যদি এখানে ভাল খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে। যারা মাঠে ভাল খেলবে, ফলাফলটা তাদের পক্ষেই যাবে।’ তবে জাতীয় দলের গত কয়েকটি ম্যাচ গেছে চরম খারাপ। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল এবং রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচটি ছিল ভয়াবহ রকমের বাজে। টেস্ট সিরিজের শেষ ম্যাচে দুর্দশাগ্রস্ত ব্যাটিং ডুবিয়েছে দলকে। সেখান থেকে টি২০ সিরিজে ঘুরে দাঁড়ানো বড় রকমের চ্যালেঞ্জ বাংলাদেশ দলের জন্য। এ বিষয়ে সৌম্য বলেন, ‘টি২০-তে এসে ওয়ানডে-টেস্টের কথা চিন্তা করলে প্রভাব ফেলবে। কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে। যারা এত কিছু নিয়ে ভাবছে না। তাদের মাথায় মনে হয় না এসব আছে। এই চিন্তা বাদ দিয়ে যারা খেলবে, তারা ভাল করবে।’ বেশ কিছু সময় পর আবার আন্তর্জাতিক ম্যাচে ফিরতে যাচ্ছেন সৌম্য। মাঝের এই বিরতির মধ্যে বেশকিছু কাজ করেছেন নিজেকে নিয়ে। বিশেষ করে ফিটনেসের দিকে মনোযোগ দিয়েছেন। জাতীয় দলের বাইরে থাকার এ সময়টা নিয়ে তিনি বলেন, ‘উপলব্ধি বলতে, কয়েকটা ঘরোয়া ম্যাচ খেলেছি। ফিটনেস নিয়ে কিছু কাজ করেছি। যতক্ষণ থাকি, ততক্ষণ আত্মবিশ্বাস নিয়েই খেলার চেষ্টা করি। এর বাইরে যা খেলেছি, সেখানে ভাল করতে পারিনি বলে মনে হয়েছে আমি হয়তো ব্যাকফুটে চলে গেছি। টি২০-তে সফল হয়েছি বলে মনে হচ্ছে আত্মবিশ্বাসী ছিলাম। ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভাল হবে।’ আপাতত অন্য কোন ফরমেট নিয়েও ভাবছেন না সৌম্য। ফিরে আসাটাকে কাজে লাগিয়ে পারফর্মেন্স দেখানোর দিকেই মনোযোগী তিনি। এ বিষয়ে তিনি বলেন,‘এখন টি২০ খেলা, চেষ্টা করব এই দুইটাতে করে এই ফরমেটে স্থির হতে। সেজন্য ফিটনেস নিয়ে কাজ করেছি। এর বাইরে আলাদা কিছু অনুশীলন করেছি। আগের কোচের সঙ্গে (রুশো স্যার), প্রাইম ব্যাংকের আশিক ভাইয়ের সঙ্গেও কাজ করেছি।’
×