ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হল্যান্ডের কোচ কোম্যান

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

হল্যান্ডের কোচ কোম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নিলেন রোনাল্ড কোম্যান। ২০২২ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করে রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি)। সব ঠিকঠাক থাকলে আগামী ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে হল্যান্ডের কোচ হিসেবে অভিষেক হবে তার। ডাচ্দের সাবেক কোচ ডিক এ্যাডভোকাটের স্থলাভিষিক্ত হলেন তিনি। বিশ্ব ফুটবলে খুব বাজে সময় কাটছে হল্যান্ডের। ২০১৮ ফুটবল বিশ্বকাপের মূলপর্বেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। যে কারণেই এ্যাডভোকাটকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয় ডাচ্ ফুটবল কর্তৃপক্ষ। হল্যান্ড জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচ খেলেন কোম্যান। দেশের হয়ে ১৯৮৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। হল্যান্ডের দায়িত্ব নিয়ে দারুণ রোমাঞ্চিত কোম্যান। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলে, ‘নতুন দায়িত্ব নিয়ে আমি খুবই আনন্দিত। হল্যান্ডের কোচ হওয়ার আকাক্সক্ষা সবসময়ই ছিল। এবার কোচ হতে পেরে আমি সত্যিই গর্বিত।’ কোম্যান এসময় আরও বলেন, ‘জাতীয় দলের ভবিষ্যত সত্যিই খুব ইতিবাচক। আমরা জানি দলে এখন সেরা মানের খেলোয়াড় নেই কিন্তু এর মানে এই নয় যে আপনি একটা সেরা দল গঠন করতে পারবেন না।’ এক সময় ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী দল এভারটনের দায়িত্ব পালন করেন রোনাল্ড কোম্যান। কিন্তু ৫৪ বছর বয়সী কোম্যান গত অক্টোবরে প্রিমিয়ার লীগের ক্লাব এভারটন থেকে চাকরিচ্যুত হন। পরপর কয়েক ম্যাচে হেরে রেলিগেশন জোনে চলে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করেছিল ইংলিশ ক্লাবটি। এবার ব্যর্থতার পরিচয় দেয়া কোচ ডিক এ্যাডভোকেটের জায়গায় হল্যান্ড দলে স্থলাভিষিক্ত হলেন তিনি। গত বছর মে মাসে তৃতীয়বারের মতো ডাচ্ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন এ্যাডভোকেট। কিন্তু রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কমলাজার্সির দলকে পৌঁছে দিতে না পেরে ৭ মাস পর পদত্যাগ করেন তিনি।
×