ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীতকালীন অলিম্পিক

অবশেষে স্বর্ণের দেখা পেল কানাডা

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

অবশেষে স্বর্ণের দেখা পেল কানাডা

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে শীতকালীন অলিম্পিকের দলগত ইভেন্টে রৌপ্য জিতেছিল কানাডা। এবার নিজেদের পারফর্মেন্সে উন্নতি করল তারা। রাশিয়ানদের হারিয়ে স্বর্ণপদক জয় করেছে কানাডার ফিগার স্কেটাররা। আর এ স্বর্ণালি সাফল্যের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন আইস ড্যান্সার জুটি টেসা ভার্চু ও স্কট মোয়ের। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে চলমান শীতকালীন অলিম্পিকের প্রথম স্বর্ণপদকের ফয়সালা হলো, আর সেটা গেল কানাডার দখলে। আর ইভগেনি মেদভেদেভার উজ্জ্বল ও অন্যতম সেরা নৈপুণ্যের পরও শেষ পর্যন্ত রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রাশিয়া থেকে আগত এ্যাথলেটদের দলটিকে। গত অলিম্পিকে রাশিয়ার কাছে হেরে যাওয়ার প্রতিশোধ তুলে নিল কানাডা। রবিবারই বোঝা যাচ্ছিল এবার দলগত ইভেন্টের স্বর্ণপদক জিতবে কানাডা। কারণ, পয়েন্টে অন্যতম দুই প্রতিপক্ষ রাশিয়া থেকে আগত এ্যাথলেটদের দল এবং যুক্তরাষ্ট্রের চেয়ে বেশ খানিকটা এগিয়ে ছিল তারা। ৩৫ পয়েন্ট ছিল কানাডার, রাশিয়া থেকে আগতদের পয়েন্ট ছিল ৩১ এবং যুক্তরাষ্ট্রের ২৯! চারটি ইভেন্টের প্রতিযোগিতা বাকি ছিল তখন পর্যন্ত। এবার অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। তবে সীমিত সংখ্যক এ্যাথলেট সুযোগ পেয়েছেন অংশ নেয়ার। এ কারণেই একটি চাপের মুখে ছিল তারা। ১৮ বছর বয়সী তরুণী মেদভেদেভা একাই লড়েছেন। রবিবার তিনি তার শর্ট প্রোগ্রামে বিশ্বরেকর্ডও গড়েন। যার ফলে দলগত এই ইভেন্টে দুই নম্বর স্থান দখলে রাখতে পেরেছিল রাশিয়া থেকে আগতরা। কিন্তু কানাডার স্কেটাররা ছিলেন দুরন্ত। তাদের দলে ছিল গত অলিম্পিকে দুটি রৌপ্যপদক জেতা ফিগার স্কেটার প্যাট্রিক চ্যান। ২০১৪ সালের সোচি অলিম্পিকে রাশিয়ার কাছে হেরে দ্বিতীয় হয়েছিল কানাডা। কিন্তু এবার প্রথম থেকেই এগিয়ে ছিল তারা। শুক্রবার পুরুষদের শর্ট প্রোগ্রামে চ্যান অবশ্য ভয়ই ধরিয়ে দিয়েছিলেন। কারণ, পারফর্মেন্সের সময় হোঁচট খেয়েছিলেন। তবে বাকিদেরও দারুণ সাফল্য কানাডাকে ভাল অবস্থান পাইয়ে দেয়। ক্যারিয়ারের তৃতীয় অলিম্পিকে অংশ নিচ্ছেন টেসা ও মোয়ের। অভিজ্ঞতায় যেন আরও বেশি দুরন্ত, নিখুঁত হয়ে উঠেছেন এ আইস ড্যান্স জুটি। শর্ট প্রোগ্রামে ভাল করার পর তারা আবার ফ্রি স্কেটেও আকর্ষণীয় নৈপুণ্য দেখান। শেষ পর্যন্ত কানাডা ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে। ৬৬ পয়েন্ট নিয়ে রাশিয়া থেকে আগতরা দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্র ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়। ইতালি চতুর্থ এবং জাপান পঞ্চম স্থানে থেকে শেষ করে। জাপান এবার প্রত্যাশিত ফলাফল পায়নি তাদের অন্যতম শক্তি ইয়ুজুরু হানিয়ুর অনুপস্থিতির কারণে। সাম্প্রতিক ইনজুরি থেকে ফেরা এ ‘আইস প্রিন্স’ এবার দলগত ইভেন্টে অংশ নেননি, শুধু ব্যক্তিগত ইভেন্টেই প্রতিদ্বন্দ্বিতা করবেন হানিয়ু। শেষ পর্যন্ত তিন দিনব্যাপী গ্যাংনিয়ুং আইস এ্যারেনায় চলা দলগত ইভেন্টের ফাইনালে সর্বশেষ স্থানটি নিয়েই শেষ করতে হলো তাদের। আর রাশিয়া মূলত হেরেছে দলের পুরুষ স্কেটারদের বাজে পারফর্মেন্সে। মিখাইল কোলিয়াডা শর্ট প্রোগ্রামে হতাশাজনক নৈপুণ্য দেখানোতেই পিছিয়ে পড়ে। কিন্তু দুই তরুণী মেদভেদেভা ও এ্যালিনা জাগিতোভার কারণেই শেষ পর্যন্ত স্বর্ণের লড়াইয়ে থাকতে পেরেছিল রাশিয়া থেকে আগত এ্যাথলেটদের দলটি। আর সফল হওয়ার পর কানাডার হয়ে চ্যান বলেন, ‘আমরা এই রাউন্ডে খুব দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। সোচিতেই নিজেদের সামর্থ্য আমরা বুঝেছিলাম, কিন্তু সেটার ওপর নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি। এবার আমরা এটা করে দেখাতে উন্মুখ হয়েই ছিলাম।’
×