ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। আর এককভাবে ৩ টাকা ১ পয়সা। আর প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৯ টাকা ৪৭ পয়সা। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ মার্চ। কোম্পানিটির এজিএম আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বিক্রি করবেন কেয়া কসমেটিকের উদ্যোক্তা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকের উদ্যোক্তা পরিচালক আব্দুল খালেক পাঠান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আব্দুল খালেক তিন কোটি ১৩ লাখ শেয়ার বেচবেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৩৬ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৫১০টি শেয়ার আছে। এই উদ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×