ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৮৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩১ কোটি ১৮ লাখ টাকা বেশি। ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৪৫ লাখ টাকা। এ দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৮৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত আর তা অব্যাহত থাকেনি। রবিবারে চীনা স্টক এক্সচেঞ্জের ডিএসইর অংশীদারত্বের খবরে সূচকের বড় উত্থানের পরদিনই সূচকে কিছুটা সংশোধন হলো। দিনটিতে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউব, সিটি ব্যাংক, মুন্নু সিরামিক, ইফাদ অটো ও মার্কেন্টাইল ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, উসমানিয়া গ্লাস, জিকিউ বলপেন, সেন্ট্রাল ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, আমরা নেটওয়ার্ক, এটলাস বাংলাদেশ ও ইস্টার্ন কেবল। দর হারানোর সেরা কোম্পানিগুলো : গ্রীন ডেল্টা, সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক, ম্যাকসন্স স্পিনিং, সোনালি আঁশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স।
×