ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিনিটেই শনাক্ত

প্রকাশিত: ০৬:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

মিনিটেই শনাক্ত

সন্ত্রাসী শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট রিডারের ব্যবহার শুরু করেছে যুক্তরাজ্যের পুলিশ। ঘটনাস্থলেই এ প্রযুক্তির মাধ্যমে এক মিনিটের মধ্যে সন্দেহভাজনকে শনাক্ত করা যাবে। এই প্রযুক্তিতে ছোট একটি স্ক্যানার পুলিশের স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে, যা বায়োমেট্রিক সার্চ গেটওয়ের মাধ্যমে পুলিশ এবং ইমিগ্রেশন ডেটাবেজ থেকে ব্যক্তির তথ্য বের করবে। -ইনডিপেন্ডেন্ট শখ করে কারাবাস অপরাধের শাস্তি হিসেবে মানুষকে পাঠানো হয় কারাগারে। কিন্তু মালয়েশিয়ার দুই নাগরিক স্বেচ্ছায় কারাবরণ করেছেন, তাও আবার নিজের পকেটের পয়সা খরচ করে। শুনতে অদ্ভুত মনে হলেও ভারতের তেলেঙ্গানা রাজ্যের জেলা কেন্দ্রীয় কারাগারে এমনটাই ঘটেছে। নং ইন উ এবং অন বং তেক নামের মালয়েশিয়ার দুই পর্যটক এক দিনে ৫০০ রুপি দিয়ে তেলেঙ্গানার ওই কারাগারে বন্দী হিসেবে কাটিয়েছেন। -ওয়েবসাইট
×