ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর ২৯৫ রেসিডেন্ট ছাত্রছাত্রীকে থিসিস গ্রান্ট প্রদান

প্রকাশিত: ০৬:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

বিএসএমএমইউর ২৯৫ রেসিডেন্ট ছাত্রছাত্রীকে থিসিস গ্রান্ট প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে সোমবার সকাল সাড়ে ৯টায় মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেন্টাল ও প্রিভেনটিভ এ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের মোট ২৯৫ রেসিডেন্ট ছাত্রছাত্রীকে থিসিস গ্রান্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। -বিজ্ঞপ্তি সংসদে নজরুল ইনস্টিটিউট বিল পাস সংসদ রিপোর্টার ॥ সামরিক সরকারের আমলে ১৯৮৪ সালে জারিকৃত নজরুল ইনস্টিটিউট অর্ডিন্যান্স বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে। নজরুল ইনস্টিটিউট অধ্যাদেশ রহিত করে নতুন করে আইন প্রণয়ন করতে প্রয়োজনীয় বিধান করে সোমবার জাতীয় সংসদে কবি নজরুল ইনস্টিটিউট বিল-২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
×