ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন কোন বিদ্যালয় জাতীয়করণের পরিকল্পনা নেই ॥ গণশিক্ষা মন্ত্রী

প্রকাশিত: ০৬:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

নতুন কোন বিদ্যালয় জাতীয়করণের পরিকল্পনা নেই ॥ গণশিক্ষা মন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে এমপিওভুক্ত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের বাইরে নতুন কোন বিদ্যালয়কে জাতীয়করণ করার পরিকল্পনা সরকারের নেই। সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জিয়াউল হক মৃধার প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী আরও জানান, ২০১৩ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের সকল রেজিস্ট্রার্ড, এমপিওভুক্ত এবং আবেদিত ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় এবং পার্বত্য জেলায় ইউএনডিপি পরিচালিত ২ হাজার ৩১০টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বর্তমানে এসব ঘোষিত শিক্ষা-প্রতিষ্ঠানের কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। তাই এসব প্রতিষ্ঠানের বাইরে নতুন করে কোন বিদ্যালয় জাতীয়করণের পরিকল্পনা আপাতত সরকারের নেই।
×