ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোহাম্মদপুরে গুলি ও বিদেশী পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৬:২২, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

মোহাম্মদপুরে গুলি ও বিদেশী পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী মোহাম্মদপুরে বিপুলসংখ্যক গুলি, ও বিদেশী পিস্তলসহ ১১ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানী মোহাম্মদপুরে বিপুলসংখ্যক গুলিসহ বিদেশী অস্ত্র উদ্ধার হয়েছে। এ সময় তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রুবেল হোসেন (২২), সোহাগ আলী (২৩) ও মোঃ সোহাগ। এদিকে সোমবার দুপুরে গ্রেফতারকৃদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে র‌্যাব জানায়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফিরোজ কাওছার জানান, রবিবার মধ্যরাতে ভাঙ্গা মসজিদ এলাকার সাত মসজিদ হাউজিং থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশী পিস্তল , একটি ম্যাগজিন এবং ১৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে গ্রেফতারকৃত রুবেলের কাছ থেকে ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আর সোহাগ আলীর কাছ থেকে ১০০ রাউন্ড ও মোঃ সোহাগ কাছ থেকে ৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এএসপি ফিরোজ কাউসার জানান, অস্ত্র ব্যবসার পাশাপাশি তারা ডাকাতি ও চাঁদাবাজি করে আসছিল। তারা সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অস্ত্র গোলাবারুদের ব্যবসা করত। তারা দেশ এবং দেশের বাইরের উৎস থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করত। পরবর্তীতে চড়া দামে তা বিক্রি করত। এ চক্রের কিছু সদস্য এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ফিরোজ কাওছার জানান, গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা সীমান্ত এলাকা ও সুবিধা মতো ভারত থেকে সস্তায় অস্ত্র ক্রয় করে দেশে এনে পরে চড়া দামে বিক্রি করে। বিক্রেতা না পেলে ওরা ওই অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য ভাড়া দেয়। ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার ॥ রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, বাবু, সবুজ, মমিন, কালাম ওরফে বাদশা খান, সোহেল হোসেন, আব্দুর রশিদ ওরফে রুবেল, রুহুল আমিন ও মোছাঃ কলি। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় নবীনগর হাউসিং সংলগ্ন আন্তঃজেলা ট্রাকস্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফিরোজ কাউছার জানান, রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাইয়ের ঘটনায় কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে।
×