ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত, বিপুল মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৬:২২, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত, বিপুল মাদকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এদিকে মিরপুরের চলন্তিকা বস্তি থেকে বিপুল মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রবিবার রাত দেড়টার দিকে সোলায়মান হোসেন মজনু (৩২) মিরপুর থেকে বাইসাইকেলে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ফিরছিলেন। তিনি রামপুরা টিভি সেন্টার এলাকায় পৌঁছলে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সোয়া দুটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সোমবার ভোরে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হচ্ছেন, যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ জালাল আহমেদ (৪২), কনস্টেবল একলাসুর রহমান (৩৪) ও মফিজুল (৩২)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক ময়নাল হোসেন জানান, সোমবার ভোর সাড়ে চারটার দিকে রায়েরবাগ জোরাখাম্বা ইউনাইটেড সিএনজি পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে এসআই জালালসহ তার টিম ছুটে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি সরানোর সময় হঠাৎ শ্যামলী পরিবহনের একটি বাস এসে গাড়ি দু’টিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এসআই জালালসহ তিন পুলিশ আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। বিপুল মাদকদ্রব্যসহ ছয়জন গ্রেফতার ॥ মিরপুরের চলন্তিকা বস্তিতে রবিবার রাতভর অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকাসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হচ্ছে, ফারুক আহমেদ (৩১), কবির হোসেন (২৮), ফরিদ সরকার (৩৫), মঈন (২৫), বাবু (২৫) ও ছোটন (২০)। তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ২০ গ্রাম ইয়াবা গুঁড়া এবং মাদক বিক্রির ২৯ হাজার ৩শ’ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×