ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বলিভিয়ায় কার্নিভ্যালে দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশিত: ০৬:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

বলিভিয়ায় কার্নিভ্যালে দুর্ঘটনায় নিহত ৮

বলিভিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আট জনের প্রাণহানী হয়েছে। শনিবার সন্ধার এ ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছে। ওরুরো শহরের বিখ্যাত কার্নিভ্যাল উদযাপনের সময় রাস্তার এক বিক্রেতার ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। স্থানীয় হাসপাতালগুলো হতাহতদের সামলাতে হিমশিম খেলে আহতদের অনেককে বিমানে করে বলিভিয়ার প্রধান শহর লা পাজে নেয়া হয়। ওরুরোর কার্নিভ্যাল উদযাপনে প্রতি বছর হাজারো লোক অংশগ্রহণ করে। প্রধান প্যারেড পথের নিকটেই একটি রাস্তায় ভিড়ের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ইভো মোরালেস এক টুইটার বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতের খবরে তিনি মর্মাহত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাবশত বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। দুই শতাব্দীরও আগে থেকে স্থানীয় মানুষ ওরুরো কার্নিভ্যাল উদযাপন করে আসছে এবং জাতিসংঘ এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। প্রতিবছর এই কার্নিভ্যালে ৬ হাজার নৃত্যশিল্পীসহ ৪ লাখ ৫০ হাজার করে মানুষ অংশ নেয়। -বিবিসি
×