ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টকহোমে ট্রাক হামলা

উগ্রপন্থী উজবেকের বিচার আজ শুরু

প্রকাশিত: ০৬:২০, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

উগ্রপন্থী উজবেকের বিচার আজ শুরু

স্টাকহোমে ২০১৭ সালের এপ্রিলে ট্রাক হামলার বিচার মঙ্গলবার শুরু হবে। উজবেকিস্তানের অভিবাসন-প্রার্থী উগ্রপন্থী রাখমত আকিলভ ওই হামলায় নাস্তিকদের পিষে হত্যা করতে চেয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। খবর এএফপির। ইউরোপে অত্যন্ত নিরাপদ শহরগুলোর মধ্যে অন্যতম স্টকহোমে এ হামলা চালানোর আগে আকিলভ ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের প্রতি আনুগত্যের শপথ নিয়েছিল যদিও জিহাদী গ্রুপ হামলার দায় কখনও দাবি করেনি। মামলার চার্জশীট দেয়া হয় জানুয়ারির শেষের দিকে। অভিযোগ পত্রে বলা হয়। অবৈধ অভিবাসী ও নির্মাণ শ্রমিক আকিলভ একা এ হামলা চালিয়েছে। সে এ্যালকোহল ও মাদক গ্রহণে অভ্যস্ত ছিল। আকিলভ ৭ এপ্রিল শুক্রবার বিকেলে বিয়ার সরবরাহের একটি ট্রাক চুরি করে এবং তা ব্যস্ত রাস্তা থেকে পথচারীদের ওপর তুলে দেয়। ট্রাকটি একটি ডিপার্টমেন্টাল স্টোরের সম্মুখভাগে আঘাত হানে। ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত হয়। ৩৮ বছর বয়স্ক এক ইউক্রেনীয় নারী ইরিনা হামানোভা এ হামলায় তার ডান পায়ের নিচের অংশ হারান। তিনি এএফপিকে বলেন, আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে এ ট্রাকটি আমার ওপর দিয়ে চলে যায়। তিনি বলেন, এ বিচারে আসা এবং সাক্ষ্য দেয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
×