ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ হলো তিন দিনের জাতীয় কৃষি সম্প্রতি মেলা

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

শেষ হলো তিন দিনের জাতীয় কৃষি সম্প্রতি মেলা

স্টাফ রিপোর্টার ॥ নতুন নতুন কৃষিযন্ত্রপাতির সঙ্গে সাধারণ জনগণকে পরিচয় করিয়ে দেয়ার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত তিনদিনের জাতীয় কৃষিযন্ত্রপাতি মেলা-২০১৮। আয়োজকরা বলছেন, প্রথমবারের এই মেলা আয়োজনের মধ্য দিয়ে কৃষক, সেবাদাতা, যন্ত্র প্রস্তুতকারী ও আমদানিকারকরদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় ইতিবাচক প্রভাব পড়বে। খোলামেলা আলোচনায় উঠে এসেছে কৃষিতে যান্ত্রিকীকরণের নানা সমস্যা প্রতিবন্ধকতাও। কৃষিযান্ত্রিকীকরণের গতিকে এগিয়ে নিতে সমস্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)’র থ্রি ডি হলে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। কৃষিসম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ীকমিটির সভাপতি মোঃ মকবুল হোসনে এমপি। এতে আরও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোঃ মোশারফ হোসেন, ডিএই’র হর্টিকালচার উইংয়ের পরিচালক মিজানুর রহমান।
×