ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অন্ধকল্যাণ সংস্থার মহাসচিব হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

অন্ধকল্যাণ সংস্থার মহাসচিব হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার ॥ জাতীয় অন্ধকল্যাণ সংস্থার মহাসচিব খলিলুর রহমান হত্যা মামলায় রমজান আলী ওরফে রমজান (পলাতক) ও টিপু ওরফে হীরা নামে দুই আসামির মৃত্যু দণ্ড এবং অন্য ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল সোমবার ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনপ্রাপ্ত চার আসামি হলেন- হাসানুর রহমান রুবেল (পলাতক), মিনহাজ (দৃষ্টিপ্রতিবন্ধী), শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, জাতীয় অন্ধকল্যাণ সংস্থার শত শত কোটি টাকার সম্পত্তি রয়েছে। এরপরও সম্পত্তির আয় এবং বিক্রির প্রচুর টাকা থাকা সত্ত্বেও দৃষ্টি প্রতিবন্ধীরা ওই সম্পত্তির আয় পাওয়ার কোন তথ্য-প্রমাণ পাওয়া যায় না বরং সংস্থার নেতৃত্ব তথা সম্পত্তি বিক্রি, ভোগ নিয়ে বিভিন্ন সময় খুন পাল্টা খুন এবং এ নিয়ে অসংখ্য মামলা-মোকদ্দমার তথ্য-প্রমাণ রয়েছে। তাই দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সংস্থার সম্পত্তির আয় কিংবা সম্পত্তি বিক্রি লব্দ টাকা যাতে সুষ্ঠু ও সম বণ্টন হয় এ বিষয়ে সরকারীভাবে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তাই জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসক ঢাকাকে বলা হলো। রায়ে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে এজাহারভুক্ত আসামি ইয়াকুব আলীসহ চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্ত অপর ৩ জন হলেন- আইয়ুব আলী, নুরুল আলম সিদ্দিকী ও সোহাগ হোসেন হাওলাদার।
×