ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন নির্বাচনী জনসভা

ঢাকা-১৭ আসনে নিজের জন্য ভোট চাইলেন এরশাদ

প্রকাশিত: ০৫:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকা-১৭ আসনে নিজের জন্য ভোট চাইলেন এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাসানটেক) আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আসনটিতে ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ২০১৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়ায় জাপা। মনোয়ন প্রত্যাহার করেন এরশাদ। ফলে এই আসনটি তার হাতছাড়া হয়। তার আসনে নির্বাচিত হন বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন বিরোধী দলের প্রধান এরশাদ। এছাড়াও আরও দুটি আসনে তার প্রার্থী হওয়ার কথা রয়েছে। সোমবার দুপুরে ভাসানটেক মোড়ে জনসভায় হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন। এছাড়াও আরও দুটি পথসভায় নিজের জন্য ভোট চান এরশাদ। এ সময় তিনি বলেন, আমি এখানে এমপি (সংসদ সদস্য) ছিলাম। আগামীতে আবার নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে ভোট দেবেন? তখন সেখানে উপস্থিত স্থানীয় লোকজনও হাত উঁচিয়ে সমর্থন জানান। এরশাদ বলেন, দেশে এখন আর একটি দল আছে, আওয়ামী লীগ। চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, আমিও ছিলাম না। আপনারা আমাকে সমর্থন দিলে দেখিয়ে দিতে চাই কিভাবে মানুষের পাশে থাকা যায়। তিনি দাবি করেন, ‘আমার সময়ে খুন গুম ছিল না, মানুষ শান্তিতে ছিল, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই। আমি বড়লোকের রাজনীতি করি না, গরিবের রাজনীতি করি। আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই। রাজধানীর ভাষানটেকে এই পথসভার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন সাবেক এই রাষ্ট্রপতি। এদিন ভাষানটেক ছাড়াও ধামালকোট ও কচুক্ষেত বাজারের তামান্না কমপ্লেক্সের সামনে পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত। নির্বাচনী এলাকায় পথসভায় এরশাদ বলেন, আমি আগেও এলাকার মানুষের সঙ্গে ছিলাম। অনেক উন্নয়ন করেছি। আমাকে সব সময় কাছে পেয়েছেন। বর্তমান এমপিকে মানুষ খুঁজে পায় না। আমি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। আপনারা সব সময় আমাকে পাশে পাবেন। আমি আপনাদের জন্য রাজনীতি করি। তাই পালিয়ে থাকার কোন কারণ নেই। তিনি বলেন, আমার দরজা মানুষের জন্য সব সময় খোলা আছে। থাকবে। প্রতিদিন এখনও এই এলাকার অসংখ্য মানুষ আমার কাছে আসেন। আমি সাক্ষাত দেয়ার চেষ্টা করি। যতদূর সম্ভব সহযোগিতা করি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আশ্বাস দেন এরশাদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কে নির্বাচনে এলো বা না এলো- এতে আমার কিছু আসে যায় না। গণতন্ত্রের মূল বক্তব্যই হলো নির্বাচন। জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা আপনাদের কাছে ভোট চাই। আপনারা আমার পাশে থাকুন। আমি আপনাদের সমর্থন চাই। আপনারা সমর্থন দিলে আমি এলাকা থেকে নির্বাচন করতে চাই। কারণ জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। ইতোমধ্যে পাঁচ জেলা সফর করেছেন তিনি। আগামী ২৪ মার্চ ঢাকায় জাতীয় পার্টির মহা-সমাবেশ করার কথা রয়েছে।
×