ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মনোয়ার হোসেন

ফাগুনের আগাম হাওয়ায় বইপ্রেমীদের সরব আনাগোনা

প্রকাশিত: ০৫:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ফাগুনের আগাম হাওয়ায় বইপ্রেমীদের সরব আনাগোনা

অলস দুপুরও হতে পারে সুন্দরের প্রতিচ্ছবি। সেই ভাবটি টের পাওয়া যায় অমর একুশে গ্রন্থমেলায়। শীতঋতুর শেষ দিনে সোমবার মেলার দুয়ার খুলতেই সোহরাওয়ার্দী উদ্যান অংশে দেখা মেলে পাঠকের। সেই সব বইপ্রেমীরা গুটি গুটি পায়ে ঘুরে বেড়ায় এক স্টল থেকে আরেক স্টলে। বই বিতানে দাঁড়িয়ে নিবিষ্ট মনে চোখ রাখে এ বই থেকে সে বইয়ের পাতায় পাতায়। তারপর সংগ্রহ করেছে আপন মননের উপযোগী গ্রন্থটি। আর রোদেলা দুপুর গড়ানো স্নিগ্ধ বিকেলে বইমেলায় ভর করেছিল ফাগুনের আগাম হাওয়া। বেড়ে যায় বইপড়ুয়াদের সমাগম। ঘুরে বেড়ানো দর্শনার্থীর চেয়ে অনুরাগী পাঠকে সরব হয়ে ওঠে বিদায়ী মাঘ মাসের শেষ দিনটি। সন্ধ্যায় এই গ্রন্থানুরাগীদের বর্ধিত সংখ্যা যেন বলে যায়, বসন্ত এসে গেছে। সব মিলিয়ে ঋতুরাজ বসন্তের অগ্রিম উদ্্যাপনের প্রতীকী ক্যানভাসে রূপ নিয়েছে গ্রন্থমেলার দ্বাদশ দিন। আজ মঙ্গলবার পয়লা ফাল্গুন বসন্তের সূচনা দিন ও কাল বুধবার ভালবাসা দিবসে নামবে বইকে বন্ধু মনে করা মানুষের ঢল-এমনটাই আশা করছেন প্রকাশকরা। বিকেলে বেবি সিটিং চেয়ারে বসিয়ে শিশু-সন্তানকে নিয়ে উদ্যানের মেলায় ঘুরতে দেখা যায় এক দম্পতিকে। ঘুমে ঢলে পড়া শিশুটিকে নিয়েই চলছিল তাদের বই কেনাকাটা। এগিয়ে গিয়ে কথা হয় এই যুগলের পুরুষসঙ্গী আশিক হোসেনের সঙ্গে। কথা প্রসঙ্গে জনকণ্ঠকে বলেন, আজ অফিস থেকে ছুটি নিয়েছিলাম। সেই সুযোগটি কাটিয়ে দিলাম মেলায় এসে। আমাদের জন্য আজকের দিনটি অনেকটা আগাম বসন্ত উদ্্যাপনের মতো। তার ওপর গ্রন্থমেলা বারোতম দিনে পদার্পণ করায় এখন প্রকাশিত গ্রন্থের সংখ্যাও বেশি। তাই সহজেই সংগ্রহ করতে পারছি পছন্দের বইটি। ইতোমধ্যে কেনা হয়ে গেছে পাঞ্জেরী থেকে বেরুনো শাকুর মজিদের ‘হাছনজানের রাজা’, অনন্যা থেকে আসা আনিসুল হকের ‘ছোট ছোট কিশোরগল্প’, তাম্রলিপি থেকে প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের ‘সাইক্লোন’ নামের বইগুলো। এছাড়া এবার মেলায় আসা সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ ও মহাদেব সাহার কাব্যগ্রন্থসহ আরও কিছু প্রবন্ধের বই কিনব। মেলায় পাঠকের উপস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বাতিঘর প্রকাশনীর বিপণনকর্মী ওয়ালিউল ইসলাম সুমন বলেন, শুরুর দিকে গ্রন্থমেলায় প্রকৃত পাঠকের ঘাটতি দেখে ভয় পেয়েছিলাম। এখন আর সেই অবস্থা নেই। শুক্র কিংবা শনিবারের জন্য অপেক্ষা করতে হচ্ছে প্রতিদিনই পাঠক আসছেন। ক্রমশ সেই সংখ্যাটা বাড়ছে। সেই সুবাদে বইয়ের বিকিকিনিও বেশি হচ্ছে। তার ওপর বসন্তের আগের দিন হওয়ায় মেলা যেন আরও জমে উঠেছে। বসন্ত ও ভালবাসা দিবসে পাঠকের সমাগমে আরও বেশি রঙিন হবে এই গ্রন্থমেলা। সন্ধ্যায় নাটক ও চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ এবং অভিনেত্রী আশ্না হাবিব ভাবনাকে একসঙ্গে ঘুরতে দেখা যায় মেলায়। কথা প্রসঙ্গে জানা যায়, উভয়েরই বই এসেছে তা¤্রলিপি থেকে। অনিমেষ আইচের বইয়ের নাম ‘শহরের বারে একদল মাতাল’। নিজ বই সম্পর্কে এই নির্মাতা বলেন, প্রতিরাতেই শহরের বারগুলো অধীর অপেক্ষায় থাকে একদল মাতালের জন্য। যেখানে হাজারও মানুষের জীবনের গল্প জমে আছে। অপ্রচলিত ভাষায় সেসব মানুষের কথাই লেখা হয়েছে বইটিতে। অন্যদিকে ভাবনার ‘গুলনেহার’ নামের উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে পুরান ঢাকার অশীতিপর বৃদ্ধা গুলনেহারকে নিয়ে। বইয়ের কথন : স্বদেশের সংস্কৃতি আন্দোলনের বাতিঘর ছায়ানট সভাপতি সন্্জীদা খাতুন। মানুষ হওয়ার সাধনায় নিমগ্ন গুণী এই মানুষটি দীর্ঘজীবনে সান্নিধ্য পেয়েছেন অসংখ্য গুণীজনের। সেই সুবাদে অবলোকন করেছেন নিকট অতীতের সেসব গুণী মানুষদের। তাঁদের নিয়েই লিখেছেন স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘স্মৃতিপটে গুণী’। শব্দে গাঁথা সেই স্মৃতিমালায় উঠে এসেছে লেখিকার বাবা কাজী মোতাহার হোসেনসহ সুফিয়া কামাল, ফিরোজা বেগম, সোহরাব হোসেন, রামকানাই দাশ, মমতাজ আলী খান, সত্যেন সেন, আব্দুল আহাদের মতো গুণীজনদের জীবনের জানা-অজানা নানা কথা। এবারের গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে নবযুগ প্রকাশনী। বাংলা কথাসাহিত্যের কিংবদন্তি লেখক আখতারুজ্জামান ইলিয়াস। প্রয়াত এই লেখকের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর আরেক প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হক। সেই সূত্রে আখতারুজ্জামান ইলিয়াসের শিল্প-সাহিত্য ভাবনাকে প্রবন্ধের আশ্রয়ে মেলে ধরেছেন হাসান আজিজুল হক। লিখছেন ‘আমার ইলিয়াস’ শিরোনামের গ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। প্রাকৃতজনের কথা বলা সদ্য প্রয়াত বরেণ্য কথাশিল্পী শওকত আলীর ‘শুধু কাহিনী’ নামের উপন্যাস প্রকাশ করেছে ইস্তামিন প্রকাশন। বাতিঘর প্রকাশনী থেকে এসেছে প্রখ্যাত কবি মোহাম্মদ রফিকের মহাকবিতা গ্রন্থ ‘এই স্বপ্ন এই ভোর প্রভাতের আলো’। রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বলতে না পারা কথাকে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে প্রকাশের তথ্য তুলে ধরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী লিখেছেন ‘সংস্কৃতি ভাবনা’ শিরোনামের গ্রন্থ। বইটি প্রকাশ করেছে গ্রন্থকানন। কাওসার রহমানের ‘অদৃশ্য মানব’ শীর্ষক বৈজ্ঞানিক কল্পকাহিনী বের করেছে বাঁধন পাবলিকেশন্স। রাফিয়া খান নিশি রচিত ‘চোরাবালি’ নামের কাব্যগ্রন্থ প্রকাশ করেছে লিটলম্যাগ কর্নারের শব্দমালা প্রকাশন। রেজানুর রহমানের ‘মায়া’ নামের গ্রন্থ প্রকাশ করেছে কথা প্রকাশ। একই প্রকাশনী থেকে এসেছে খান মাহবুবের ‘গ্রন্থচিন্তন : মুদ্রণ ও প্রকাশনা’ এবং সালেক খোকনের ‘যুদ্ধাহতের ভাষ্য’। দেশ পাবলিকেশন্স থেকে বেরিয়েছে মাজহার সরকারের ‘প্রিয়তমো সুন্দর সময় চলিয়া যায়’। আবদুল হাই শিকদারের ‘বাংলা সাহিত্য কোলাহলের বাইরে’ প্রকাশ করেছে আহমদ পাবলিশিং হাউস। ড. এস এম ওয়াহিদুজ্জামানের ‘শিরোনামহীন’ প্রকাশ করেছে সময় প্রকাশন। বটেশ্বর বর্ণন থেকে বেরিয়েছে বদরুজ্জামানের ‘গল্প একাত্তর’। অনিন্দ্য প্রকাশ থেকে বেরিয়েছে মোশতাক আহমেদের ‘প্রজেক্ট ইক্টোপাস’। চমন প্রকাশ থেকে এসেছে বুলবুল সরওয়ারের ‘নবিজীবনের শত বিষয়’। অন্য প্রকাশ থেকে বেরিয়েছে তোবারক হোসেনের ‘একরাত্রি’। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী সোমবার মেলার দ্বাদশ দিনে প্রকাশিত হয়েছে ১২৬টি নতুন বই। এর মধ্যে গল্প ১৮, উপন্যাস ২১, প্রবন্ধ ৫, কবিতা ৩৩, গবেষণা ২, ছড়া ২, শিশু সাহিত্য ৪, জীবনী ৩, রচনাবলী ২, মুক্তিযুদ্ধ ৫, বিজ্ঞান ১, ইতিহাস ১২, ধর্মীয় ১, অনুবাদ ২, বৈজ্ঞানিক কল্পকাহিনি ২ এবং অন্যান্য বিষয়ের উপর ৭টি নতুন বই এসেছে। মেলামঞ্চের আয়োজন : এদিন গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিক্ষা সংস্কৃতি সমাজ ও রাষ্ট্র’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আবুল মোমেন। আলোচনায় অংশগ্রহণ করেন রাশেদা কে চৌধুরী, আতিউর রহমান ও এ.এম. মাসুদুজ্জামান। সভাপতিত্ব করেন মনজুর আহমেদ। প্রাবন্ধিক বলেন, শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বাস্তবতায় নানা নেতিবাচক চিত্রের পাশাপাশি প্রাণবন্ত সজীব বিকাশমান তারুণ্যের ঝিলিক আমরা এ সমাজেও দেখতে পাই। তা যতই ক্ষীণ ও দুর্লভ হোক তবুও বলব সব সম্ভাবনার অবসান হয়নি, কেবল বর্তমান সময়ে আমাদের সমাজে সাংস্কৃতিক অবক্ষয় ও শিক্ষার বন্ধ্যত্ব প্রকট হয়ে উঠছে। শিক্ষার সাথে মানবিক সংস্কৃতির সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। স্কুল-কলেজগুলো ডিগ্রি-সনদপত্র বিতরণ-বিপণনের কেন্দ্রে রূপান্তরিত। অভিভাবকরা অর্থোপার্জন, সস্তা বিনোদন, ধর্মসংস্কারের ক্ষুদ্র গ-িতে বাঁধা জীবনের ফাঁদে আটকে গেছেন। এই অবস্থার অবসানকল্পে প্রয়োজন নতুন মানবিক শিক্ষা আন্দোলন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গোলাম কুদ্দুছের পরিচালনায় অংশ নেয় ‘বহ্নিশিখা’। এছাড়াও ছিল ড. শায়লা নাসরিনের পরিচালনায় সরকারী বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। আজকের অনুষ্ঠানসূচী : আজ মঙ্গলবার মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘নারীর নিরাপদ পরিসর ও পরিবেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন খুশী কবির। আলোচনায় অংশগ্রহণ করবেন সুলতানা কামাল, হোসনে আরা শাহেদ, সুভাষ সিংহ রায় এবং নূরুন্নাহার মুক্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আয়েশা খানম। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
×