ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৪ ফেব্রুয়ারি সুপ্রীমকোর্টের ফুলকোর্ট সভা

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

১৪ ফেব্রুয়ারি সুপ্রীমকোর্টের ফুলকোর্ট সভা

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ১৪ ফেব্রুয়ারি বুধবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রীমকোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। এদিকে একুশে বইমেলায় বইয়ের মূল্য পরিশোধে বাংলা একাডেমির সঙ্গে বিকাশের চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে একুশে বইমেলা থেকে বই কেনার পর ক্রেতারা অনলাইন, মোবাইল কিংবা নগদে মূল্য পরিশোধ করতে পারবেন মর্মে আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘিরে ৮ ফেব্রুয়ারি সঙ্ঘাতের পর দায়ের করা মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদসহ চার জনের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশে দিয়েছেন হাইকোর্ট। পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট (সংশোধিত) ২০১৬ এর ৩১(৩) ধারা কেন অবৈধ ও অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ২০১৩ সালে প্রণীত শিশু আইনের অস্পষ্টতা দূরীকরণে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা আগামী রবিবারের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খুলনার বটিয়াঘাটা উপজেলার দোয়ানিয়া খালে নির্মাণাধীন বাঁধে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, আড়াআড়ি বাঁধ অপসারণের জন্য রুলও জারি করেছেন আদালত। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। ফুলকোর্ট সভা ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগ বিভাগ ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ১৪ ফেব্রুয়ারি বুধবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সোমবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়ার ১১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই স্মারকে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রীমকোর্টের প্রশাসন ভবন নং-৪ এর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে’। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এটাই হবে প্রথম ফুলকোর্ট সভা।
×