ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে বিশ্বকাপের পর সবচেয়ে বড় বৈষয়িক টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি আর ২০২৩ বিশ্বকাপের আয়োজক হিসেবে আগে থেকেই ভারতকে ঠিক করে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। কিন্তু দেশটিতে কর অব্যাহতি সুবিধা না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগ্রহ হারাচ্ছে আইসিসি। ফলে উপমহাদেশীয় প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম উঠে আসছে। তবে বিকল্প চিন্তা মাথায় ও আর্থিক বিষয় নিয়েও ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে আইসিসি। উল্লেখ্য, ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। কর অব্যাহতি সুবিধা অর্থাৎ কর প্রদান না করার সুবিধা থাকলে আইসিসি বেশ লাভবান হয়। ভারতে এই সুবিধা না থাকায় ২০১৬ টি২০ বিশ্বকাপ থেকে প্রত্যাশিত আয় করতে পারেনি সংস্থাটি। আইসিসির কাছ থেকে ওই বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পাওয়া স্টার ইন্ডিয়াকে ১০ শতাংশ কর দিতে হয়েছিল ভারত সরকারকে। কর অব্যাহতি সুবিধা না থাকায় কেটে নেয়া অংশটুকু আবার আইসিসির কাছ থেকে রেখে দেয় স্টার ইন্ডিয়া। এতে আইসিসির লোকসান হয় দুই কোটি থেকে তিন কোটি ডলার। সে জন্য স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সরকারের এমন সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনেকটা নিরুপায়। এই অবস্থায় আইসিসি চাইছে ওই সময়ে একই অঞ্চলে টুর্নামেন্ট আয়োজনের। ২০২৩ বিশ্বকাপের এখনও অনেক দেরি। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবনা। সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে ২০১৯ সালের শেষদিকে। ‘ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যে এই অঞ্চলে যেন চ্যাম্পিয়ন্স ট্রফির বিকল্প ভেন্যু খোঁজা হয়। তবে এই সময়ে ভারত সরকারের সঙ্গে বিতর্কিত ইস্যু নিয়েও আলোচনা চলবে।’ বিবৃতি আইসিসির। এর আগে ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১১ বিশ্বকাপে এই সুবিধা দিয়েছিল ভারত সরকার। তখন আইসিসির হয়ে ভারত সরকারের সঙ্গে মধ্যস্থতা করেন প্রয়াত জগমোহন ডালমিয়া।
×