ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট ॥ ফের হার মোহামেডানের, অনিকের ৫ উইকেট

শেখ জামাল ও ব্রাদার্সের টানা দুই জয়

প্রকাশিত: ০৬:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮

শেখ জামাল ও ব্রাদার্সের টানা দুই জয়

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) শুরুর সময়টা বেশ ভালই কাটছে ব্রাদার্স ইউনিয়নের। প্রথম ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ২৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ফলে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। অপরদিকে টানা দ্বিতীয় হার দেখেছে মোহামেডান। এবার লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৬২ রানে হেরেছে তারা। যদিও মোহামেডানের তরুণ পেসার কাজী অনিক ৫ উইকেট নিয়েছিলেন। এছাড়া অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৮ রানে হারিয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব। তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৪ রানের বড় সংগ্রহ পায়। চার টপঅর্ডার মিজানুর রহমান (৪১ বলে ৩৬), জুনায়েদ সিদ্দিকী (৬১ বলে ৪৫), মাইশুকুর রহমান (৪১ বলে ৩০) ও অলক কাপালীর (৬৭ বলে ৫ চার, ৫ ছক্কায় ৭৯) দৃঢ়তায় বড় সংগ্রহের ভিত পায় তারা। পরে ইয়াসির আলী ৬৩ বলে ৪ চার, ২ ছক্কায় ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। দুটি করে উইকেট নেন দেলোয়ার হোসেন ও আরিফুল হক। জবাবে জাকির হাসান (৫৮ বলে ৫০), কুনাল চান্দেলা (৬১ বলে ৫০) ও নাহিদুল ইসলামের (৬৯ বলে ৮ চার, ৪ ছক্কায় ৮৮) তিন হাফ সেঞ্চুরির পরও ৪৭.৪ ওভারে ২৭০ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। দেলোয়ার শেষদিকে ৪৩ বলে ৩ চারে ৩৬ রান করে জয়ের আশা জাগিয়ে সাজঘরে ফিরলে জিতে যায় ব্রাদার্স। কাপালী ৩টি এবং সোহরাওয়ার্দী শুভ ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে পেসার কাজী অনিকের তোপে পড়ে রূপগঞ্জ। কিন্তু এরপরও ওপেনার আব্দুল মজিদের ১১৫ বলে ৩ চার, ৩ ছক্কায় করা ৭০, নাঈম ইসলামের ৩৬, তুষার ইমরানের ৩৪ বলে ৪০ ও অশোক মিত্রের ৪৫ বলে অপরাজিত ৪৫ রানে ভর দিয়ে ৭ উইকেটে ২৩১ রান তোলে। অনিক ৫ উইকেট শিকার করেন ৪৪ রান দিয়ে। জবাবে ৪৪.৩ ওভারে মাত্র ১৬৯ রানেই গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস। রনি তালুকদার ৩০, শামসুর রহমান ৩৪ ও রকিবুল হাসান ৩২ রান করেন। মোশাররফ হোসেন ৪টি এবং আসিফ হাসান ও মোহাম্মদ শহীদ ৩টি করে উইকেট নেন। ফতুল্লায় দলীয় ৫৬ রানে ৩টি এবং ১৫৪ রানে ৫টি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল শেখ জামাল। কিন্তু তানবীর হায়দারের ৪৮ বলে ৫ চার, ৩ ছক্কায় ৭১ রানের ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৯৪ রান তোলে। এছাড়া দিগি¦জয় রঙ্গি ৫৮ রান করেন। অগ্রণীর হয়ে ৪ উইকেট নেন পেসার শফিউল ইসলাম। জবাবে বড় কোন জুটি গড়তে না পেরে শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৬৬ রানে শেষ হয়ে যায় অগ্রণী ব্যাংকের ইনিংস। ধীমান ঘোষ সর্বোচ্চ ৪৮ (৪৭ বলে ৫ চার, ১ ছক্কা), শফিউল ৩১ বলে ১ চার, ৩ ছক্কায় ৪৪ ও রফাতুল্লাহ মোহাম্মদ ৪৩ রান করেন। শেখ জামালের হয়ে ৩টি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও ইলিয়াস সানি। স্কোর ॥ প্রাইম ব্যাংক-ব্রাদার্স ম্যাচ ॥ ব্রাদার্স ইনিংস ॥ ২৯৪/৭; ৫০ ওভার (কাপালী ৭৯, ইয়াসির ৬৯, জুনায়েদ ৪৫, মিজানুর ৩৬, মাইশুকুর ৩০; দেলোয়ার ২/৫৪, আরিফুল ২/৭৬)। প্রাইম ব্যাংক ইনিংস ॥ ২৭০/১০; ৪৭.৪ ওভার (নাহিদুল ৮৮, জাকির ৫০, চান্দেলা ৫০, দেলোয়ার ৩৬; কাপালী ৩/৪৬, খালেদ ২/৪৩, সোহরাওয়ার্দী ২/৫৪)। ফল ॥ ব্রাদার্স ইউনিয়ন ২৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ অলক কাপালী (ব্রাদার্স)। রূপগঞ্জ-মোহামেডান ম্যাচ ॥ রূপগঞ্জ ইনিংস ॥ ২৩১/৭; ৫০ ওভার (মজিদ ৭০, অভিষেক ৪৫, তুষার ৪০, নাঈম ৩৬; অনিক ৫/৪৪, এনামুল ২/৩৮)। মোহামেডান ইনিংস ॥ ১৬৯/১০; ৪৪.৩ ওভার (শামসুর ৩৪, রকিবুল ৩২, রনি ৩০; মোশাররফ ৪/২৩, শহীদ ৩/৩৩, আসিফ ৩/৩৭)। ফল ॥ লিজেন্ডস অব রূপগঞ্জ ৬২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মিজানুর রহমান (রূপগঞ্জ)। শেখ জামাল-অগ্রণী ব্যাংক ম্যাচ ॥ জামাল ইনিংস ॥ ২৯৪/৯; ৫০ ওভার (তানবীর ৭১, রঙ্গি ৫৮, সৈকত ৪৩, ইলিয়াস ৪০; শফিউল ৪/৬৮, রাজ্জাক ২/৪০, সৌম্য ২/৫০)। অগ্রণী ব্যাংক ইনিংস ॥ ২৬৬/১০; ৪৯.১ ওভার (ধীমান ৪৮, শফিউল ৪৪, রফাতুল্লাহ ৪৩; নাজমুল ৩/২১, ইলিয়াস ৩/৫০, গাজী ২/৫৫)। ফল ॥ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ তানবীর হায়দার (শেখ জামাল)।
×