ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারের গোলে পিএসজির জয়

প্রকাশিত: ০৬:৩২, ১২ ফেব্রুয়ারি ২০১৮

নেইমারের গোলে পিএসজির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও নিজের জাত চেনালেন নেইমার। শনিবার ব্রাজিলিয়ান সুপারস্টারের করা একমাত্র গোলেই তুলুজকে হারায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তুলুজের বিপক্ষে ১-০ গোলে জয়ের ফলে মৌসুমের প্রথম ২৫ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ এখন ৬৫ পয়েন্ট। আর দুইয়ে থাকা মোনাকোর দখলে ৫৩ পয়েন্ট। অর্থাৎ এই মুহূর্তে ১২ পয়েন্ট লিড উনাই এমেরির দলের। ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারে পিএসজি যে অনেকটাই এগিয়ে গেছে তা একেবারেই সুস্পষ্ট। তবে এই মুহূর্তে পিএসজির চোখ চ্যাম্পিয়ন্স লীগে। কেননা, ইউরোপ সেরার এই টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগ আগামী বুধবার। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচের আগে সবার নজর এখন নেইমারের ওপর। কারণটাও খুব সুস্পষ্ট। পিএসজি থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে যে দলে ভেড়াতে মরিয়া রিয়ালও। তাই সেই ম্যাচটার গুরুত্ব নেইমারের কাছে একটু আলাদাই। অগ্নিপরীক্ষার সেই ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে নেইমার কী জ্বলে উঠতে পারবেন? সেই উত্তর এখন সময়ের হাতে। তবে তার সাবেক ক্লাব বার্সিলোনার চিরশত্রু রিয়াল মাদ্রিদ সফরের প্রস্তুতি মঞ্চটা একদম নিজের মতো করেই সাজিয়ে নিয়েছেন নেইমার। শনিবার ফ্রেঞ্চ লীগ ওয়ানে তুলুজের বিপক্ষে পিএসজির সর্বশেষ ম্যাচে তার করা একমাত্র গোলেই যে নিশ্চিত হয় পূর্ণ তিন পয়েন্ট। যদিওবা স্বাগতিকদের বিপক্ষে জয়টা খুব সহজে আসেনি সফরকারী পিএসজির। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল তুলুজ। যে কারণেই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। নেইমার, ডি মারিয়া কিংবা কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগ থাকা সত্ত্বেও ইনজুরির কারণে এডিনসন কাভানির অনুপস্থিতি যেন বেশ ভালভাবেই মনে করিয়ে দিচ্ছিল উনাই এমেরিকে। অবশেষে আসে সেই কাক্সিক্ষত মুহূর্ত। ৬৮ মিনিটে গোল করে পিএসজির শিবিরে স্বস্তি আনেন নেইমার। এটি ব্রাজিলিয়ান সুপারস্টারের চলতি মৌসুমে লীগের ১৯তম গোল। ফ্রেঞ্চ লীগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার ওপরে এখন কেবল কাভানিই। উরুগুইয়ান স্ট্রাইকারের গোলসংখ্যা ২১। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি। নেইমার এক্ষেত্রে কাভানির চেয়ে প্রায় তিনগুণ এগিয়ে। এ্যাসিস্টে তার গোলসংখ্যা ১১টি। লীগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। তার গোল ১৭টি। প্রথম গোল করে পিএসজিকে এগিয়ে দেয়ার পর আরও দুবার সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু সাবেক বার্সিলোনা ও সান্তোস ফরোয়ার্ডের দুটি শট গিয়ে লাগে পোস্ট ও ক্রসবারে। এর আগে কর্নার থেকে সরাসরি করা এ্যাঞ্জেল ডি মারিয়ার শটও বাধাগ্রস্ত হয় ক্রসবারে। তুলুজের বিপক্ষে ম্যাচের শেষে জানা যায়, ব্যথা নিয়ে খেলেছেন নেইমার। গত সপ্তাহে ক্যারিয়ারের ২৬তম জন্মদিন পালন করেন এই ব্রাজিলিয়ান। যে কারণেই তাকে বিশ্রামে রাখেন উনাই এমেরি। নেইমারবিহীন ফ্রাঞ্চ কাপে অবশ্য জয় পেতে মোটেও সমস্যা হয়নি পিএসজির। শনিবার ইনজুরির কারণে দলে রাখেননি এডিনসন কাভানি। তার অনুপস্থিতিতে এদিন বেশ ভালভাবেই টের পেয়েছে দল। এদিকে প্যারিসের জায়ান্ট ক্লাব পিএসজির কষ্টের জয়ের দিনে সহজ জয় পেয়েছে মোনাকো। এদিন তারা ৪-০ গোলে হারায় এ্যাঞ্জার্সকে। জয় নিয়ে মাঠ ছেড়েছে বোর্দো এবং দিজনও।
×